ভারতীয় দলকে শাসন করে দিলেন মাঞ্জরেকার

মাঠের সাফল্যের চেয়ে বাইরের আলোচনা নিয়েই কথা হচ্ছে বেশি।
ছবি: টুইটার

কড়াকড়ি ভালো লাগছে না ভারতীয় ক্রিকেট দলের।

আপাতদৃষ্টে পরিস্থিতি এমনই মনে হবে। সিরিজের চতুর্থ টেস্ট ব্রিসবেনে। সিডনিতে তৃতীয় টেস্ট খেলে যেতে হবে সেখানে। করোনাপ্রবণ সিডনি থেকে ব্রিসবেনে যাওয়ায় কঠোর কোয়ারেন্টিন মানতে হবে ভারত জাতীয় ক্রিকেট দলকে। হোটেল থেকে শুধু মাঠ, সেটাও জৈব-সুরক্ষিত পরিবেশের মধ্যে। এক সফরে দুবার কঠোর কোয়ারেন্টিন নিয়মে বন্দী হতে রাজি নয় ভারত, এমন খবর বেশ কিছুদিন আলোচনা তুলেছে সংবাদমাধ্যমে।

সঞ্জয় মাঞ্জরেকার তাই আর চুপ থাকেননি। শাসন করা ভঙ্গিতে কড়া ভাষায় জাতীয় দলকে কয়েক কথা শুনিয়ে দিলেন ভারতের এই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

মাঞ্জরেকার টুইট করেছেন, ‘এটা খুবই সাধারণ বিষয়। হয় নিজেকে খেলার বাইরে রাখো, নয়তো দলে বিবেচিত হলে জৈব সুরক্ষা নিয়মকে সম্মান করো এবং কঠোরভাবে মেনে চলো। দুটো একসঙ্গে মিলবে না।’

সিরিজে ১-১ ব্যবধানে সমতায় দুই দল। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জয়ের পর রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুবমান গিল, পৃথ্বী শ-রা বাইরের এক হোটেলে খেতে গিয়েছিলেন, সেখানে এক ভক্ত তাঁদের ছবিও তুলেছিলেন, এমন খবর বের হয়েছিল সংবাদমাধ্যমে। এই ঘটনা তদন্ত করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এ ছাড়া ওয়ানডে সিরিজে তৃতীয় ম্যাচের আগে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে কিছু ভক্তের সঙ্গে সেলফিও তুলতে দেখা গেছে। প্রকাশ হওয়া সেই ছবিতে দেখা গেছে, দুই ক্রিকেটারের মুখে মাস্ক এবং দেড় মিটার দূরত্ব বজায় রাখার নিয়মের বালাই ছিল না। এদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দাবি, অস্ট্রেলিয়া সফরে করোনা নীতিমালা ভঙ্গ করেনি জাতীয় দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য আসেনি।

মেলবোর্নে ভারতের জয়ের পর সিরিজে এখন সমতা।
ছবি: টুইটার

কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিসবেন অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল শহর। কুইন্সল্যান্ড সরকার জানিয়ে দিয়েছে, ভারত জাতীয় দলের জন্য তাদের করোনা নীতিমালায় কোনো পরিবর্তন আনা হবে না। হোটেলের মধ্যেও জৈব সুরক্ষা পরিবেশ ধরে রাখা হবে। রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জেনেট ইয়ংয়ের ভাষ্য, ‘তারা হোটেলে সুরক্ষিত থাকবে।’

সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছিল ভারত নাকি ব্রিসবেন টেস্ট বয়কটও করতে পারে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিক হকলে সে সম্ভাবনা উড়িয়ে দেন। কুইন্সল্যান্ডে ভারতীয় ক্রিকেট বোর্ড করোনা নীতিমালা মেনে চলা ‘পূর্ণ সহযোগিতা ও সমর্থন দেবে’ বলে জানান হকলে।

সিডনিতে আজ সংবাদমাধ্যমকে সিএ প্রধান বলেন, ‘তাদের (বিসিসিআই) সঙ্গে প্রতিদিন কথা হয়। সমর্থন জানানো ছাড়া বিসিসিআইয়ের কাছ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে এখনো কিছু পাইনি। নির্ধারিত সূচিতেই খেলতে চায় দুই দল।’ গতকাল করোনা পরীক্ষায় ভারতীয় দলের সবাই নেগেটিভ হন। বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হবে তৃতীয় টেস্ট।