ভারতের আপত্তিতে কোচকে ছাড়াই পাকিস্তানে জিম্বাবুয়ে

পাকিস্তানে যেতে পারেননি জিম্বাবুয়ের কোচ লালচাঁদ রাজপুত।প্রথম আলো ফাইল ছবি

পাকিস্তান সফর পরের কথা, রাজনৈতিক টানাপোড়েনে নিরপেক্ষ ভেন্যুতেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে রাজি নয় ভারত। এবার ভারত সরকার পাকিস্তানে যেতে দিল না জাতীয় দলের সাবেক এক ক্রিকেটারকে।

এ কারণেই কোচ লালচাঁদ রাজপুতকে ছাড়াই পাকিস্তান সফর করতে হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দলকে। ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণেই প্রধান কোচকে ছাড়া পাকিস্তানগামী উড়োজাহাজে উঠতে হয়েছে জিম্বাবুইয়ানদের। ভারত সরকারের দেওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই পাকিস্তানে যেতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেট রাজপুত।

আজ জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, হারারের ভারতীয় দূতাবাস জেডসিকে অনুরোধ করে রাজপুতকে পাকিস্তানে যেতে বাধ্য না করতে। ভারত সরকারের প্রণয়ন করা নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ বিধিমালার কথা উল্লেখ করেই এই অনুরোধ জানায় জিম্বাবুয়ের ভারতীয় দূতাবাস। রাজপুতের বদলে এখন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন দলটির বোলিং কোচ ও সাবেক পেসার ডগলাস হোন্ডো।

আশির দশকে ভারতের হয়ে দুটি টেস্ট ও চারটি ওয়ানডে খেলা রাজপুত ২০১৮ সালের মে মাসে জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ পান। তিন মাস পরে রাজপুতের হাতেই স্থায়ীভাবে দায়িত্ব তুলে দেয় জেডসি।

কোচকে ছাড়াই পাকিস্তানের উড়োজাহাজে উঠেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
প্রথম আলো ফাইল ছবি

জিম্বাবুয়ে ক্রিকেট দল গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে হারারে ছেড়েছে। দুবাই হয়ে দলটির আজ ইসলামাবাদে পৌঁছানোর কথা। ৩২ সদস্যের দলটি ইসলামাবাদে পৌঁছানোর পর যাবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের তিনটি ওয়ানডেই রাওয়ালপিন্ডিতে, এরপর দুদল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাহোরে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ অক্টোবর থেকে।

জৈব-সুরক্ষিত পরিবেশে হচ্ছে পাকিস্তান ও জিম্বাবুয়ের সিরিজ। পাকিস্তানের উড়োজাহাজে ওঠার আগেই হারারেতে একবার করোনা পরীক্ষা করা হয়েছে জিম্বাবুয়ের ক্রিকেটারদের। পাকিস্তানে পৌঁছানোর পর আবারও পরীক্ষা করানো হবে তাঁদের।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর ২০১৫ সালে প্রথম টেস্ট খেলুড়ে হিসেবে পাকিস্তানে গিয়েছিল জিম্বাবুয়ে। সেই সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলে দলটি। এর পর জিম্বাবুয়ের এটাই প্রথম পাকিস্তান সফর।

জিম্বাবুয়ের ওই সফরের পর বিশ্ব একাদশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ক্রিকেট দল সফর করেছে পাকিস্তান।

পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ সূচি