ভারতের বিশ্বকাপ দলে না থেকেও আক্ষেপ নেই ‘হ্যাটট্রিকম্যানে’র

আইপিএলে কাল হ্যাটট্রিকের পর হার্শাল প্যাটেলছবি: আইপিএল

হার্শাল প্যাটেল নামটা ক্রিকেটপ্রেমীদের খুব পরিচিত না হলেও ভারতীয় ক্রিকেটে তিনি সম্ভাবনাময় এক নাম। কাল আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে হ্যাটট্রিক করে তিনি দারুণভাবে পাদপ্রদীপের আলোয়। এবার আইপিএলে প্রথম হ্যাটট্রিকটা তো তাঁর!

১০ ম্যাচে ২৩ উইকেট নিয়ে হার্শাল যেন রীতিমতো উড়ছেন। প্রথম শ্রেণির ক্যারিয়ারটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ৩০ বছর বয়সী এ পেসার ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে তুলে নিয়েছেন ২২৬টি উইকেট। অনেকেই প্রশ্ন তুলছেন, এই হার্শাল প্যাটেল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই কেন!

হার্শালের নিজের অবশ্য এ নিয়ে কোনো মাথাব্যথাই নেই। কেন তিনি বিশ্বকাপ দলে নেই, সেটি তিনি নিজেও জানেন না।

কাল হ্যাটট্রিক করার পরই যেমন বলেছেন, ‘কোনো সময়ই আমার কোনো কিছু নিয়ে আক্ষেপ হয় না। জীবনে সব সিদ্ধান্তই ভেবেচিন্তে নিয়েছি। আর জাতীয় দলের সুযোগ পাওয়াটা তো আমার হাতে নেই। তবে আমার লক্ষ্য থাকবে, যে দলের হয়েই খেলি, সেটি জাতীয় দল, রাজ্য দল, এমনকি পাড়ার দল—আমি যেন নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি। আমি যেন ইতিবাচক ক্রিকেট খেলতে পারি।’

মুম্বাই ইন্ডিয়ানসের মতো দলের বিপক্ষে বেঙ্গালুরুর এত সহজ জয়, অবাকই হয়েছেন হার্শাল।

তবে নিজের হ্যাটট্রিকটা একেবারেই বিশ্বাস হচ্ছে না তাঁর, ‘সত্যি বলতে কি, বিষয়টা বিশ্বাস হচ্ছে না। আমি হ্যাটট্রিক করে ফেলেছি! জীবনে এর আগে বেশ কয়েকবারই হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলাম। নির্দিষ্ট করে বললে ৬ বার। এই প্রথম সেটির স্বাদ পেলাম। অনুভূতিটা অবিশ্বাস্য লাগছে।’