ভালোই জবাব দিচ্ছেন লঙ্কান ব্যাটসম্যানরা

অর্ধশতক পেয়েছেন ওশাদা ফার্নান্দোছবি: শামসুল হক

বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। চা বিরতির আগ পর্যন্ত ২২ ওভার ব্যাটিং করেছে লঙ্কানরা। অধিনায়ক দ্বিমুথ করুনারত্নে আর ওশাদা ফার্নান্দোর উদ্বোধনী জুটিতে এসেছে ৮৪ রান। করুনারত্নে ৩১ আর ওশাদা ৫২ রান বরে অপরাজিত আছেন।

মধ্যাহ্নভোজের আগেই অলআউট হয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। ৯ উইকেটে ৩৬১ রান নিয়ে বিরতিতে যায় দল। মুশফিকুর রহিম ১৭১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ইবাদত হোসেন। তবে বিরতি থেকে ফিরে বেশিক্ষণ টানা যায়নি ইনিংস। মুশফিক ১৭৫ রানে পৌঁছতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। ইবাদত শেষ ব্যাটসম্যান হিসেবে রানআউট হয়েছেন। বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে।

৭ ওভার বোলিং করে উইকেট পাননি সাকিব
ছবি: শামসুল হক

ব্যাটিংয়ে নেমে এখনো পর্যন্ত বাংলাদেশের বোলিং হুমকি মনে হয়নি শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যানের। রানের গতিও বেশ ভালো। ৭৪ বলে ফিফটি করেছেন ওশাদা। যদিও তাঁকে ফেরানোর সুযোগ এসেছিল বাংলাদেশের। তাও তিনবার। একবার খালেদের বলে তাঁর বিপক্ষে কট বিহাইন্ডের আবেদনে সারা দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। সাকিব তাঁর ক্যাচ মিস করেছেন। তৃতীয়বার বাংলাদেশের নেওয়া রিভিউতে ‘আম্পায়ারর্স কল’ বাঁচায় তাঁকে।

এখনো পর্যন্ত ৪ ওভার করে বোলিং করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। সাকিব আল হাসান করেছেন সর্বোচ্চ ৭ ওভার, তাইজুল ইসলাম পাঁচ। অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে দিয়েও দুই ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

আরও পড়ুন