ভিসা জটিলতায় আটকে গেলেন রুবেল ও শামীম

শামীম ও রুবেলের জিম্বাবুয়ে যাওয়া পিছিয়ে গেছে।ফাইল ছবি

জিম্বাবুয়ে সফরের ওয়ানডে দলে থাকা পেসার রুবেল হোসেন ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া তরুণ অলরাউন্ডার শামীম হোসেন ভিসা জটিলতার কারণে জিম্বাবুয়ে যেতে পারছেন না। গতকাল ও আজ ভোরে দুই ভাগে জিম্বাবুয়ে সফরে গিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে যেতে পারেননি রুবেল ও শামীম। ভিসা সমস্যার সমাধান হলে দুজনই জিম্বাবুয়ের পথে উড়াল দেবেন।

জিম্বাবুয়ের পথে আছেন সৌম্যরা।
ছবি: ফেসবুক

ওদিকে এর মধ্যেই জিম্বাবুয়েতে পৌঁছে গেছে ওয়ানডে দলে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে পৌঁছে করোনা পরীক্ষাতেও সবাই নেগেটিভ হয়েছেন। আজ ভোরে রওনা দিয়ে এখন জিম্বাবুয়ের পথে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও আমিনুল ইসলাম।

পেসার রুবেল হোসেন।
ছবি: টুইটার

দেশে থেকে যাওয়া রুবেল ও শামীম দলের সঙ্গে যোগ দিতে পারেন আজ অথবা কালের মধ্যে। বিসিবির এক সূত্র এ ব্যাপারে জানিয়েছে, ‘সমস্যাটা আসলে জিম্বাবুয়ের ভিসা অফিসের। তাদের কিছু কৌশলগত সমস্যা হয়েছে। আশা করছি, ঠিক হয়ে যাবে হয়তো আজ-কালকের মধ্যেই।’

শামীম হোসেন।
ফাইল ছবি: প্রথম আলো

জিম্বাবুয়েতে এখন বাংলাদেশ টেস্ট দল আছে খেলার মধ্যে। একমাত্র টেস্ট শেষ হলেই পুরোদমে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৩ জুলাই থেকে। এই সিরিজের বাকি ম্যাচ দুটি ২৫ ও ২৭ জুলাই। সব কটি ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।