মঈন–ঝড়ের পরও ধোনির চেন্নাইয়ের হার

ম্যাচ শেষে রাজস্থান রয়্যালসের খেলোয়াড়দের জয়ের উচ্ছ্বাসছবি: আইপিএল

এ ম্যাচ নিয়ে চাওয়া–পাওয়ার কিছু ছিল না চেন্নাই সুপার কিংসের। এবারের আইপিএল থেকে আগেই ছিটকে পড়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আর রাজস্থান রয়্যালসের জন্য ম্যাচটি ছিল দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করার মিশন। কিছুই না থাকার ম্যাচে চেন্নাইয়ের ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ঝড় তুলেছেন। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই জিততে পারেনি। ধোনির দলকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করা নিশ্চিত করেছে রাজস্থান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ রান করে চেন্নাই। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজস্থান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানেই জস বাটলারকে হারায় তারা। তবে জসওয়াল ও রবিচন্দ্রন অশ্বিনের ভালো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা। ওপেনার জসওয়াল ৪৪ বলে ৮ চার ও এক ছয়ে ৫৯ রান করেছেন। আর ৫ নম্বরে ব্যাট করতে নামা অশ্বিন ২ চার ও ৩ ছয়ে ২৩ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাই কিংসের ইনিংসটা তিনটা ভাগে বিভক্ত। প্রথম ভাগটা প্রথম ২ ওভারের, পরের ভাগে আছে ৪ ওভার আর তৃতীয় ভাগটায় ১৪ ওভারের লম্বা একটা স্পেল। প্রথম ২ ওভারে ১ উইকেট হারিয়ে ৩ রান করে চেন্নাই। এরপর মঈন আলীর ঝড়ে চার ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান। সব মিলিয়ে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৭৫ রান তুলেছে মহেন্দ্র সিং ধোনির দল। আর শেষ ১৪ ওভারে তুলেছে ৭৫ রান। মঈনের ৫৭ বলে ৯৩ রানের পরও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান করতে পেরেছে চেন্নাই।

৫৭ বলে ৯৩ রান করেছেন মঈন আলী
ছবি: আইপিএল

মঈনের ইনিংসটিও দুই ভাগে বিভক্ত। ১৯ বলে অর্ধশতক পূর্ণ করা মঈন প্রথম ২০ বলে করেছেন ৫৫ রান। এ সময় তিনি মেরেছেন ৩টি ছয় আর ৮টি চার। মঈন তাঁর পরের ৩৮ রান করেছেন ৩৭ বলে। এ সময় মেরেছেন ৫টি চার। মঈনের পর চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি ধোনির, ২৮ বলে ২৬। রাজস্থান রয়্যালসের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল ও ওবেড ম্যাককয়।