মনিশ–বিজয়ের ফিফটিতে শেষ চারে ওঠার দৌড়ে হায়দরাবাদ

অসাধারণ এক ফিফটি করে হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা রেখেছেন মনিশ পাণ্ডে।ছবি: বিসিসিআই

আইপিএলে শুরু হয়ে গেছে শেষ চারে থাকার হিসাব–নিকাশ। সেই লড়াইয়ে অনেকটাই এগিয়ে দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান ও কলকাতা নাইট রাইডার্স। ১০ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার ওপরের চার দল এরাই। এই চার দলের কাউকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নেওয়ার দৌড়ে আগেই ছিল কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস। আজ রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে এ দৌড়ে ভালোভাবেই উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদও।

একমাত্র মুম্বাই ছাড়া সব দলই খেলে ফেলেছে ১০টি করে ম্যাচ। রাজস্থান আবার খেলেছে ১১টি ম্যাচ। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপের দিল্লি। সমান ১৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু। তৃতীয় স্থানে থাকা মুম্বাইয়ের পয়েন্ট ১২। কলকাতা চতুর্থ স্থানে আছে ১০ পয়েন্ট নিয়ে। আজ রাজস্থানকে হারিয়ে হায়দরাবাদের পয়েন্ট হয়েছে ৮। পাঞ্জাব ও রাজস্থানের সমান ৮ পয়েন্ট পেলেও নেট রান রেটে এগিয়ে থাকায় পঞ্চম স্থানে আছে ওয়ার্নারের দল।

সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে ফিফটি করেছেন বিজয় শঙ্করও।
ছবি: বিসিসিআই

পয়েন্ট তালিকার এগিয়ে যাওয়ার সমীকরণ নিয়েই খেলতে নামে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এমন সমীকরণের ম্যাচেই রাজস্থানের বড় তারকারা ব্যর্থ। বেন স্টোকস, সাঞ্জু স্যামসন, জস বাটলার ও স্টিভ স্মিথ—দুবাইয়ের মাঠে এই চার ব্যাটসম্যানই আউট হন উইকেটে থিতু হয়ে। ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত রাজস্থানের ইনিংস থামে ৬ উইকেটে ১৫৪ রানে।

ইনিংসের শুরু থেকেই রাজস্থানের হোঁচট খাওয়া শুরু। বেন স্টোকস ও রবিন উথাপ্পার ওপেনিং জুটি ভালোই এগোচ্ছিল। কিন্তু দুজনের ভুল–বোঝাবুঝিতে উথাপ্পা হন রানআউট। স্যামসন-স্টোকস জুটি রাজস্থানের আশা কিছুটা বাড়ান। ৫৩ রান যোগ করে ১২তম ওভারে জেসন হোল্ডারের বলে বোল্ড স্যামসন। পরের ওভারেই আঘাত হানেন রশিদ খান। এবার বোল্ড স্টোকস। সেখান থেকেই শুরু রাজস্থানের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল। বাটলার, স্মিথ, রিয়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়া—প্রত্যেকেই আউট হন উইকেটে থিতু হয়ে।

৪৭ বলে অপরাজিত ৮৩ রান করার পথে চারটি চার ও আটটি ছয় মেরেছেন মনিশ।
ছবি: বিসিসিআই

শেষের দিকে জফরা আর্চার দ্রুত কিছু রান যোগ করে রাজস্থানের স্কোর দেড় শ ছাড়াতে সাহায্য করেন। হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার। ৪ ওভারে ৩৩ রানে নেন ৩ উইকেট। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ রান স্যামসনের। ২৬ বলে তিনটি চার ও একটি ছয়ে ৩৬ রান করেছেন ভারতীয় ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান এসেছে দলটির ইংলিশ তারকা বেন স্টোকসের ব্যাট থেকে।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুর দিকে ধাক্কা খেয়েছে হায়দরাবাদও। ১৬ রানের মধ্যে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোকে হারায় তারা। কিন্তু এরপর দুই ভারতীয় ব্যাটসম্যান বিজয় শঙ্কর ও মনিশ পাণ্ডের অসাধারণ ব্যাটিংয়ে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে হায়দরাবাদ। তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে ১৪০ রান তোলেন। আর কোনো উইকেট পড়তে না দিয়েই দলকে এনে দেন ৮ উইকেটের বড় জয়। ৪৭ বলে চারটি চার ও আটটি ছয়ে অপরাজিত ৮৩ রান করেছেন মনিশ। বিজয় অপরাজিত ৫২ রান করেছেন ৫১ বলে। তাঁর ইনিংসে কোনো ছয় নেই, চার ছয়টি।