মহারাজের সিরিজে বাংলাদেশের জন্য শুধু হাহাকার

টানা দুই টেস্টে দুই অঙ্কের রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংসছবি: এএফপি
টেস্টে দ্বিতীয়বার এক সিরিজে দুবার ১০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ। টানা দুই ম্যাচে ১০০ রানের কমে অলআউটের অভিজ্ঞতাও দ্বিতীয়বার। ২০০৭ সালে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ টানা দুই ম্যাচে ১০০ রানের নিচে অলআউট হয়েছিল। দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ তিনবার ১০০ রানের নিচে অলআউট হওয়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার, ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে।

এক সিরিজে একাধিকবার ১০০-র নিচে অলআউট

২ বার, বিপক্ষ: শ্রীলঙ্কা, সাল: ২০০৭, ম্যাচ:
২ বার, বিপক্ষ: দক্ষিণ আফ্রিকা, সাল: ২০২২, ম্যাচ:

৮০

টেস্টে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় ইনিংস।

১৬.২০

সিরিজে বাংলাদেশের ব্যাটিং গড়, নিজেদের টেস্ট ইতিহাসে যা পঞ্চম সর্বনিম্ন। সর্বনিম্ন ১২.৬০ গড় ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ চার ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। দুবারই এই সিরিজে।

সিরিজে ১৬ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ
ছবি: এএফপি

• টেস্টে প্রথম বোলার হিসেবে বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে দুবার ইনিংসে ৭ বা এর বেশি উইকেট পেলেন কেশব মহারাজ।
• টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে চতুর্থ ইনিংসে ৭ উইকেট নিলেন মহারাজ।

হিউ টেফিল্ডের পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান হিসেবে এক সিরিজে দুবার ইনিংসে কমপক্ষে ৭ উইকেট পেলেন কেশব মহারাজ। টেফিল্ড ১৯৫৭ সালে পাঁচ ম্যাচের সিরিজে করেছিলেন এ কীর্তি।

২০০১

মহারাজের আগে টেস্টে এক সিরিজে দুবার ৭ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার চামিন্ডা ভাস, ২০০১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে। দুই বা এর কম ম্যাচের সিরিজে দুবার ৭ উইকেট নেওয়ার সর্বশেষ কীর্তি মুত্তিয়া মুরালিধরনের। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্টেই ৭ ও ৯ উইকেট নিয়েছিলেন টেস্টের সর্বোচ্চ উইকেটের মালিক।

১৬

বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন কেশব মহারাজের। পেছনে পড়লেন ২০১৭ সালে ১৫ উইকেট নেওয়া কাগিসো রাবাদা।

দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বদলি নেমে টেস্ট অভিষেক হলো খায়া জোন্ডোর। প্রথমজন জিম্বাবুয়ের ব্রায়ান মুজিনগানিয়ামা। ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কনকাশন হওয়া কেভিন কাসুজার বদলি হিসেবে নেমেছিলেন মুজিনগানিয়ামা।

১০

প্রথম জুটি হিসেবে এক সিরিজে দুবার এক ইনিংসে ১০ উইকেট পেলেন মহারাজ-হারমার জুটি।

সিরিজের সেরা পাঁচ

সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন বাংলাদেশের—মাহমুদুল হাসান। ১৪১ রান নিয়ে তিনে থাকা মাহমুদুল ১৩৭–ই করেছেন এক ইনিংসে।

সেরা পাঁচ বোলারের চারজনই স্পিনার, যাদের দুজন বাংলাদেশের—তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। শীর্ষ পাঁচের একমাত্র পেসার বাংলাদেশের খালেদ আহমেদ।