মা-বাবা ও সন্তানেরা বিদায় বলে দিলেন শেন ওয়ার্নকে

শেষকৃত্যে নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্নকেছবি: এএফপি

জীবনকে উপভোগ করেছেন পুরোদমে। যেখানেই গেছেন, পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছেন, হোক তা খেলার মাঠে, ধারাভাষ্যকক্ষে কিংবা পানশালায়। সেই মানুষটার শেষকৃত্য হলো নিভৃতে, অনেকটাই গোপনে। আজ রোববার মেলবোর্নে একদম কাছের বন্ধু, পরিবার ও সতীর্থরা মিলে বিদায় জানিয়েছেন শেন ওয়ার্নকে।

তাঁর তিন সন্তান জ্যাকসন, ব্রুক ও সামার ছিলেন শেষকৃত্যে। কিথ ও ব্রিজেট তাঁদের বড় ছেলেকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন। সব মিলিয়ে ৮০ জন হাজির হয়েছিলেন পারিবারিক এই আয়োজনে।

শেন ওয়ার্নের বাবা-মা ও তাঁর সন্তানেরা শেষকৃত্যে যোগ দিচ্ছেন
ছবি: এএফপি

৪ মার্চ থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় লেগ স্পিন কিংবদন্তির। ৩০ মার্চ তাঁর প্রিয় মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে বড় এক শেষকৃত্যের আয়োজন করা হবে। সে উপলক্ষে ৫০ হাজার টিকিট বিনা মূল্যে দেওয়া হয়েছে। এমসিজির সাউদার্ন স্ট্যান্ডের নামও বদলে তাঁর নামে করা হবে।

তবে পরিবার ও কাছের মানুষদের তাঁদের প্রিয় মুখকে আলাদাভাবে বিদায় জানানোর সুযোগ করা হয়েছে আজ। সাবেক টেস্ট অধিনায়ক মার্ক টেলর ও অ্যালান বোর্ডার উপস্থিত ছিলেন। মার্ভ হিউজ ছিলেন, ছিলেন ইয়ান হিলি। সর্বজয়ী দলে ওয়ার্নের সঙ্গী মার্ক ওয়াহ, গ্লেন ম্যাকগ্রা ছিলেন। সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও ছিলেন পারিবারিক এই আয়োজনে।

বিদায় জানাতে এসেছেন মার্ক ওয়াহ (বাঁয়ে) ও মার্ক টেলর
ছবি: এএফপি

মাঠের প্রবল প্রতিপক্ষ ও বন্ধু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও ছিলেন আজকের অনুষ্ঠানে। ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও। ওয়ার্নের প্রিয় সেইন্ট কিল্ডা ফুটবল ক্লাবে আয়োজিত শেষকৃত্যে স্তুতি বাক্য পাঠ করেছেন তাঁর বন্ধু ও টিভি ব্যক্তিত্ব এডি ম্যাকগ্যায়ার।

সেইন্ট কিল্ডা ক্রিকেট ক্লাবের কোচ গ্লেন লালোর ওয়ার্নের সঙ্গে খেলার স্মৃতিচারণা করেছেন গতকাল, ‘যখনই সময় পেতেন ওয়ার্ন এখানে চলে আসতেন। আমাদের সঙ্গে খেলতে ভালোবাসতেন। একজন কিংবদন্তির সঙ্গে খেলাটা ছেলেরা খুব উপভোগ করত। আর সব সাধারণ মানুষের মতোই এখানে সময় কাটাতে ও দিনটা উপভোগ করতে চাইতেন। কখনো তাঁকে সামলানোর কোনো ব্যাপার ছিল না, সব সময় আনন্দের উৎস ছিলেন।’

ইয়ান হিলি (ডানে), মার্ভ হিউজ, ভিক্টোরিয়া দলে ওয়ার্নের সাবেক সতীর্থ ড্যারেন ব্যারি (বাঁয়ে) ও তাঁর স্ত্রী ক্যাথ
ছবি: এএফপি

লালোরের ভালো লাগত ওয়ার্নের আরেকটি দিক, একটা ব্যাপারে তাঁর অন্যদের সঙ্গে মতপার্থক্য ছিল। এখন ক্রিকেট অনেক বেশি পেশাদার। কিন্তু তিনি খেলাটাকে আনন্দের উৎস হিসেবেই দেখতেন।

ক্লাবের সভাপতি পল রায়ানও কিংবদন্তির বিদায়ে শোক জানিয়েছেন। তবে তাঁর পরিবারের কথা বিবেচনা করে নিজেদের আবেগ নিয়ন্ত্রণের কথাও বলছেন তিনি, ‘ক্লাবের ১৬৮ বছরের ইতিহাসের সেরা ক্রিকেটার শেন। কিন্তু এই ক্লাব ও সমর্থকদের অনেকেরই খুব কাছের বন্ধু তিনি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। শেনকে আমরা অনেক মিস করব কিন্তু তাঁর পরিবার ও সন্তানদের এখন কেমন লাগছে, তা চিন্তা করে আমাদের নিজেদের ক্ষতির আলোচনাটা একটু খেয়াল রাখব।’