মাঠ থেকে বের করে দেওয়া হলো দুই ভারতীয় দর্শককে

সাউদাম্পটনের গ্যালারিতে বর্ণবিদ্বেষ।ছবি: টুইটার

বৃষ্টিতে ভিজে ম্যাড়ম্যাড়ে হয়ে গিয়েছে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু সাউদাম্পটনের গ্যালারিতে ঠিকই উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় দর্শকেরা। গ্যালারিতে বসে বর্ণবিদ্বেষী মন্তব্য করায় গতকাল পঞ্চম দিনে মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে দুই ভারতীয় দর্শককে। টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির এক কর্তা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উত্তেজনাটা এক প্রকার মিইয়ে দিয়েছে ভারী বৃষ্টি। অধিকাংশ সময়ের খেলাই ভেসে গেছে ভারী বর্ষণে। এরই মধ্যে গতকাল পঞ্চম দিনে গ্যালারির দুই ভারতীয় দর্শকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠে। মজার ব্যাপার হচ্ছে অভিযোগটা করেন টেলিভিশনে খেলা দেখতে থাকা এক দর্শক। তিনিই আইসিসিকে টুইট করে জানান দুই দর্শক নিউজিল্যান্ডের ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করছেন। আইসিসি সেটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। পরে চিহ্নিত দুই দর্শককে বের করে দেওয়া হয় মাঠ থেকে।

আইসিসিকে মেনশন করে অভিযোগকারী টেলিভিশন দর্শক টুইট করেন, ‘মাঠে এমন কেউ কি আছেন, যে দর্শকদের ব্যবহার লক্ষ্য করছেন? সেখানে নিউজিল্যান্ড দলের উদ্দেশে কটূক্তি করছেন কয়েকজন। টেলরের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হচ্ছে।’

ষষ্ঠ দিনে ভারত পারবে ম্যাচ বাঁচাতে?
ছবি: এএফপি

আইসিসি সে টুইটের জবাবে লিখেছে, ‘আপনাকে জানাতে চাই যে কটূক্তি করার জন্য দুজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আনার জন্য ধন্যবাদ। কখনোই এমন আচরণকে প্রশ্রয় দিই না আমরা’

বর্ণবিদ্বেষের অভিযোগ নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পক্ষে থেকেও উঠেছে। আইসিসির এক মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা সরাসরি নিউজিল্যান্ডের ক্রিকেটারদের থেকেও বর্ণবিদ্বেষের অভিযোগ পেয়েছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থার লোকেরা সে দুই দোষীকে চিহ্নিত করে এবং মাঠ থেকে বের করে দেয়। ক্রিকেটে কোনো বর্ণবিদ্বেষ আমরা সহ্য করব না।’

নিউজিল্যান্ডের ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে
ছবি: টুইটার

এদিকে বৃষ্টিতে বেশির ভাগ দিনই ধুয়ে যাওয়ায় এ টেস্টের খেলা আজ মাঠে গড়াবে ষষ্ঠ দিনেও। এটা অবশ্য আগেই ঠিক করা ছিল। আইসিসি ম্যাচটির জন্য এক দিন ‘রিজার্ভ ডে’ হিসেবে রেখেছিল। আজ অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির হুমকি তেমন নেই। বৃষ্টির সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে আয়োজন করে এমনিতেই ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছে আইসিসি।