মাঠে মুখ থুবড়ে পড়লেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।ছবি: টুইটার

পাকিস্তানের বিপক্ষে কাল টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। প্রথম ম্যাচে ১০ রানে জেতা উইন্ডিজ দলের মেয়েরা কাল বৃষ্টি আইনে জিতেছে ৭ রানে।

কাল অবশ্য বৃষ্টির আগেও ম্যাচ থামাতে হয়েছে আম্পায়ারদের। তা–ও একবার নয়, দুবার। মাঠে অচেতন হয়ে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুজন ফিল্ডার। ১০ মিনিটের মধ্যে এভাবে দুজন খেলোয়াড়ের মাঠে পড়ে যাওয়ার পরও খেলা চালিয়ে নেওয়া হয়েছে। এতে ইউরোতে ডেনমার্কে ক্রিস্টিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাক হওয়ার সে ঘটনার কথাই সবার মাথায় এসেছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, দুই ক্রিকেটারই ভালো আছেন এখন।

চেডিন নেশন।
ছবি: টুইটার

অ্যান্টিগায় কাল ১২৬ রানের লক্ষ্য নিয়ে নেমেছিল পাকিস্তান। ১০ রানে হারা প্রথম ম্যাচে ঠিক ১২৬ রানই করেছিল পাকিস্তান। তাই ম্যাচে জয়ের ভালো সম্ভাবনা ছিল সফরকারীদের। শুরুটাও বেশ ভালো করেছিল পাকিস্তান। ইনিংসের চতুর্থ ওভারে গিয়ে প্রথম অঘটন। নিজের ওভারের চতুর্থ বল করার প্রস্তুতি নিচ্ছিলেন হেইলি ম্যাথুস। এ অবস্থায় বল রেখে ছুটে যান ম্যাথুস। মিড অফে দাঁড়ানো শিনেল হেনরি মাটিতে পড়ে গিয়েছিলেন তখন। পরীক্ষা–নিরীক্ষা শেষে ২৫ বছর বয়সী হেনরিকে স্ট্রেচার করে বাইরে নেওয়া হয়। এরপর হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

শিনেল হেনরি।
ছবি: টুইটার

হেনরি হাসপাতালে পৌঁছানোর আগেই ঘটে পরের ঘটনা। তাঁর সতীর্থ চেডিন নেশনও মাঠে লুটিয়ে পড়েন। প্রাথমিক শুশ্রূষার পর তাঁকেও মাঠ থেকে তুলে নেওয়া হয়। একটু পর বৃষ্টি নামায় খেলা থামিয়ে দেওয়া হয়। পরে দুজন বদলি খেলোয়াড় নিয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১০৩ রান তোলে পাকিস্তান। এরপর আবার বৃষ্টি নামায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

ম্যাচ শেষে হেনরি ও নেশনের ব্যাপারে সবাইকে আশ্বস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শিনেল হেনরি ও চেডিন নেশনকে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনই জ্ঞান ফিরে পেয়েছেন এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। তাঁদের আরও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’

ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, ‘এই কন্ডিশন ও পরিস্থিতিতে কাজটা সহজ ছিল না। যে দুজন আমাদের সঙ্গে ছিল না, তাদের কথা চিন্তা করেই ম্যাচটা যে জিতে এসেছি, তাতে আমরা খুশি। আমরা ওদের পূর্ণাঙ্গ খবরের অপেক্ষায় আছি। আমাদের পূর্ণ সমর্থন পাচ্ছে ওরা এবং ওদের অপেক্ষায় আছি।’
কী কারণে দুই ক্রিকেটার ওইভাবে আচমকা মাঠে লুটিয়ে পড়েছিলেন, সে ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।