পিএসএলই শেষ ডু প্লেসির

আর পিএসএল খেলা হচ্ছে না ডু প্লেসির।ছবি: টুইটার

শনিবার রাতটা ছিল ভয়ংকর!

ইউরোয় ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন ডেনিশ তারকা ক্রিস্টিয়ান এরিকসেন। কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে তাঁকে জীবনে ফিরিয়ে আনা হলো। গোটা দুনিয়া যেন থমকে গিয়েছিল এরিকসেনের জন্য প্রার্থনায়। হতবিহ্বল, বিমূঢ় ফুটবল দুনিয়া শেষ পর্যন্ত হাঁপ ছেড়ে বেঁচেছে এরিকসেন বিপদমুক্ত হওয়ায়।

ডু প্লেসির (বাঁয়ে) এই ছবি ভয় পাইয়ে দিয়েছিল।
ছবি: টুইটার

এই ঘটনার মধ্যেই গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের মাঠে ঘটে যায় আরেক ঘটনা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাথায় গুরুতর চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সতর্কতা হিসেবে। সেখানে চিকিৎসা শেষে তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়। মাথায় চোট বলেই কি না, একটু বাড়তি সতর্কই হতে হচ্ছে তাঁকে। পিএসএলে আর না খেলারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডু প্লেসি পিএসএলে খেলছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে। পেশোয়ার জালমির বিপক্ষে শনিবার ফিল্ডিংয়ের সময় ঘটে ঘটনাটা। ডেভিড মিলারের শটে মোহাম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর। কিছু সময়ের জন্য সংজ্ঞাও হারিয়ে ফেলেছিলেন তিনি।

তাঁর জায়গায় কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সাইমন আইয়ুব। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতিভ্রমও নাকি ঘটেছিল তাঁর।