মালদ্বীপের পানশালায় ঝগড়া ওয়ার্নার–স্ল্যাটারের?

ডেভিড ওয়ার্নার ও মাইকেল স্ল্যাটারের মধ্যে ঝগড়া, সেখান থেকে হাতাহাতি। মালদ্বীপে এমনই কাণ্ড ঘটালেন অস্ট্রেলিয়ার বর্তমান এবং সাবেক ক্রিকেটার। তাঁরা দুজনে বহুদিনের বন্ধু হিসেবেই পরিচিত। তবু হঠাৎ মতবিরোধ এবং সেখান থেকে মারামারি করলেন দুজনে। যদিও এ ঘটনার কথা অস্বীকার করেছেন তাঁরা।

মালদ্বীপের এক পানশালায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম। দুই বন্ধুর মধ্যে এমন ঘটনা অবাক করেছে অনেককেই। যদিও ওয়ার্নার ও স্ল্যাটারের দাবি, তাঁদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং বর্তমানের ধারাভাষ্যকার স্ল্যাটার বলেছেন, ‘গুজবে কান দেবেন না। ওয়ার্নার ও আমি খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে হাতাহাতি হওয়ার কোনো সুযোগ নেই।’

মালদ্বীপের পানশালায় ওয়ার্নারের সঙ্গে ঝগড়া স্ল্যাটারের?
ফাইল ছবি: এএফপি

হাতাহাতির ঘটনা ঘটেছে বলে মানতে নারাজ ওয়ার্নারও। বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে তো দিয়েছেনই, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বরং সাংবাদিকদের ওপর যেন একটু চটলেন, ‘আমি জানি না এসব বিষয় আপনারা কোথায় পেয়েছেন। আপনারা যদি সেখানে না থেকে থাকেন আর কোনো পোক্ত প্রমাণ আপনাদের না থাকে তাহলে তো কিছু লিখতে পারবেন না।’ ওয়ার্নার ও স্ল্যাটারের ঝগড়া আর হাতাহাতির খবর প্রথম ছাপা হয়েছে দ্য সানডে টেলিগ্রাফে। এরপর অন্যান্য পত্রপত্রিকায়ও নিউজটি ছাপা হতে শুরু করে।

ডেভিড ওয়ার্নার।
ছবি: আইপিএল

জৈব সুরক্ষাবলয়ে থাকার পরও কয়েকটি দলের কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার আইপিএল স্থগিত করে বিসিসিআই। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পরপরই দেশে ফিরে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটারদের একটা অংশ। দেশে ফেরেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তাঁরা দুজন ঢাকার দুটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন।

তবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সব ধরনের বিমান যোগাযোগ বন্ধ। এমনকি ভারত থেকে অস্ট্রেলিয়ানদের ভাড়া করে বিমানে করেও দেশে ফেরার উপায় নেই। কারণ, ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় প্রবেশাধিকারেই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। কিন্তু ভারতে করোনাভাইরাস মহামারির যে ভয়ংকর পরিস্থিতি, সেখানে থাকতে চাইছিলেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকারেরা।

বিসিসিআইয়ের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ আর ধারাভাষ্যকারদের ৩৮ জনের দলটি ভাড়া করে বিমানে চলে গেছেন মালদ্বীপে। সেখানে কিছুদিন থাকার পর বিসিসিআইয়ের আরেকটি ভাড়া করা বিমানে করে দেশে ফিরবেন স্টিভ স্মিথ–ওয়ার্নাররা। তার আগেই ঝামেলা করে খবরের শিরোনাম হলেন ওয়ার্নার আর স্ল্যাটার।