মাশরাফি হতে চান অধিনায়ক মাহমুদউল্লাহ

>মাশরাফি বিন মুর্তজার খেলোয়াড় ব্যবস্থাপনার দক্ষতা রপ্ত করতে চান টি–টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির কারণেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা কঠিন, কথাটা অধিনায়কত্বের চেয়ার ছাড়ার আগেও বলছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এটাও ঠিক, এই কঠিন কাজে সবচেয়ে সফল মাশরাফিই। কাজেই অন্য অধিনায়কেরা মাশরাফিকে অনুসরণ করতে চাইবেন, এটিই স্বাভাবিক। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহও এর ব্যতিক্রম নন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে আজ মাশরাফির খেলোয়াড় সামলানোর দক্ষতার প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে এই গুণটা তিনি আনতে চান নিজের মধ্যেও, ‘মাশরাফি ভাই খুব ভালো উদাহরণ সৃষ্টি করে গেছেন। আমরা যখন একটু স্নায়ুর চাপে থাকতাম, একটু বেশি চিন্তা করতাম, তখন উনি আমাদের ঠান্ডা করে বোঝাতেন, বলতেন কীভাবে কী করা যায়...। এটা তাঁর সহজাত দক্ষতা। আমিও চেষ্টা করব দলকে সেভাবেই এগিয়ে নিতে।’

বাংলাদেশ বলেই আবার কাজটা সহজও নয়। মাহমুদউল্লাহ তবু চ্যালেঞ্জটি নিতে চান। দলকে এগিয়ে নিতে চান মাশরাফির দেখানো পথেই, ‘মাশরাফি ভাই যেভাবে সব সামলেছেন, তাঁর মতো এগিয়ে নিয়ে যাওয়া হবে কঠিন চ্যালেঞ্জের কাজ। তবে চ্যালেঞ্জ নেওয়ার বিকল্প কিছু তো নেই।’

মাশরাফি দুটি ওয়ানডে বিশ্বকাপ ও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। সাকিব আল হাসান না থাকায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য অধিনায়ক মাহমুদউল্লাহই। সেপ্টেম্বরে আছে টি-টোয়েন্টির এশিয়া কাপও। বড় দুটি আসরে অধিনায়ক মাহমুদউল্লাহর বাংলাদেশ কেমন করে, সেদিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।