মিসবাহ 'চার বলের ব্যাটসম্যান'

মিসবাহ উল হক এবং ওয়াসিম আকরাম। ছবি: টুইটার
মিসবাহ উল হক এবং ওয়াসিম আকরাম। ছবি: টুইটার

টেস্ট ক্যারিয়ারে মিসবাহ উল হকের ব্যাটিং গড় ৪৬.৬২। ১০টি সেঞ্চুরির পাশাপাশি তুলেছেন ৫২২২ রান।

ওয়ানডেতে কোনো সেঞ্চুরি না থাকলেও চাপের মুহূর্তে উইকেট আঁকড়ে ধরে থাকার সুখ্যাতি আছে মিসবাহর। খেলতে পারেন দ্রুতলয়েও। ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের সঙ্গে টেস্টে যুগ্মভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড তাঁর দখলে। অথচ পাকিস্তানের সাবেক এ অধিনায়ক নাকি মাত্র চার বলের ব্যাটসম্যান!

পাকিস্তানের বর্তমান প্রধান কোচ ও নির্বাচককে নিয়ে এমন মন্তব্যই করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একসময় খেলেছেন মিসবাহ। তখন ইসলামাবাদ ইউনাইটেড দলের স্ট্র্যাটেজি ম্যানেজার ছিলেন সাবেক পেসার হাসান চিমা। তাঁর সঙ্গে ইংলিশ পেসার স্টিভেন ফিনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলাপচারিতায় উঠে এসেছে মিসবাহর প্রসঙ্গ।

আড্ডার এক পর্যায়ে চিমা বলছিলেন, দুবাইয়ে ইসলামাবাদের ট্রেনিং সেশনে ফিন মসিবাহকে আউট করতে ব্যর্থ হচ্ছিলেন। তাই দেখে ওয়াসিম আকরাম চিমাকে বলেন, ‘ফিন কেন ওকে আউট করতে পারছিল না? ও তো চারটা মাত্র বল খেলার মতো ব্যাটসম্যান। আমি জানি কীভাবে ওকে চার বলের মধ্যেই আউট করতে হয়।’

ফিন তখন এর জবাবে বলেন, ‘দুবাইয়ে অনুশীলন সেশনে সে (ওয়াসিম) বলও করেছিল। তখন সবাই বলাবলি করছি সাদা বল আর সুইং করে না। কিন্তু সে বলটা নিখুঁতভাবে উজ্জ্বল করে ঠিকই সুইং আদায় করেছে।’