মিসবাহর দায়িত্ব ভাগ হচ্ছে আলোচিত সাবেক ফাস্ট বোলারের সঙ্গে?

মিসবাহর কাছ থেকে সরে যাচ্ছে প্রধান নির্বাচকের দায়িত্বছবি: এএফপি


মিসবাহ-উল-হকের ওপর দারুণ ভরসা রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ভরসার জায়গাটা এমনই যে সাবেক এ অধিনায়কের হাতে প্রধান নির্বাচক ও প্রধান কোচ—দুটিই দায়িত্বই তুলে দিয়েছিল তারা। ব্যাপারটা এত দিন পাকিস্তানে সমালোচিত হলেও পিসিবি সেগুলোকে খুব একটা পাত্তা দেয়নি। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই মিসবাহর দ্বৈত ভূমিকা পছন্দ করেননি। এটি যে পুরোপুরি অবাস্তব একটা ভাবনা, বিভিন্ন সময় তাঁরা তুলে ধরেছেন সবার সামনে।

‘নতুন প্রধান নির্বাচক হবেন সাবেক এক আলোচিত ফাস্ট বোলার। তিনি সংবাদমাধ্যমে খোলামেলা কথাবার্তা বলেও আলোচিত হন প্রায়ই।’

ইংল্যান্ড সফরে এখনো পর্যন্ত পাকিস্তানের যে পারফরম্যান্স, তাতে মিসবাহর মধুচন্দ্রিমা অচিরেই শেষ হতে যাচ্ছে বলে খবর বেরিয়েছে। জানা গেছে, পিসিবি নাকি এখন মিসবাহর ওপর খুব একটা খুশি নয়। বার্তা সংস্থা পিটিআইয়ের এক খবরে জানা গেছে, ইংল্যান্ড সফরের পরপরই মিসবাহ প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব হারাতে পারেন। তবে তাঁকে পাকিস্তান দলের প্রধান কোচ হিসেবে আরও সময় দিতে চায় পাকিস্তানি ক্রিকেট প্রশাসকেরা।

মিসবাহর জায়গায় কে হতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক? পিটিআই কারও নাম প্রকাশ না করলেও জানিয়েছ, প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক এক তারকা ফাস্ট বোলার। তাঁর সঙ্গে বোর্ড এ মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছে। সবকিছু নাকি মোটামুটি চূড়ান্ত হওয়ার পথে। পিসিবির একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, পিসিবি মনে করছে দ্বৈত দায়িত্ব তাঁর জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে। প্রধান নির্বাচকের ভার নামিয়ে দিয়ে তাঁকে বলা হবে হেড কোচের ভূমিকায় মনোযোগী হতে।

মিসবাহর প্রধান নির্বাচকের ভূমিকায় শোয়েব আখতার?
এএফপি, ফাইল ছবি

মিসবাহর উত্তরসূরির কে হবেন তার কিছুটা ইঙ্গিতও মিলেছে পিসিবি সূত্রে, ‘নতুন প্রধান নির্বাচক হবেন সাবেক এক আলোচিত ফাস্ট বোলার। তিনি সংবাদমাধ্যমে খোলামেলা কথাবার্তা বলেও আলোচিত হন প্রায়ই।’ সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাবেক তারকাদের সামাজিক মাধ্যমে যে ধরনের উপস্থিতি, তাতে উত্তরটা সম্ভবত শোয়েব আখতার!