মুজীব-রশিদে আটকে গেলেন রোহিতরা

চেন্নাইয়ে বোলাররা দাপট দেখাচ্ছেন।ছবি: আইপিএল

শেষ দুই বলে বিশাল দুই ছক্কা মারলেন কাইরন পোলার্ড। এতে দুটি কাজ হলো। নিজের প্রায় এক শ ছুঁই ছুঁই স্ট্রাইকরেটকে পোলার্ড এক শ ষাটের কাছে নিয়ে গেলেন আর দলকে সম্মানজনক দেড় শ রানের স্কোর এনে দিলেন। ভুবনেশ্বরের শেষ ওভার থেকে ১৭ রান তুলে নিয়ে মুম্বাইও লড়ার মতো কিছু পেল।

মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ মানেই ব্যাট-বলের চূড়ান্ত লড়াই। এক দলের ব্যাটিং লাইনআপ আইপিএলের সেরা, আরেক দলের বোলিং। সে লড়াই প্রথমার্ধে বোলিংই এগিয়ে থাকল। দারুণ এক শুরুর পরও মাত্র ৫ উইকেট হারানো মুম্বাই মাত্র ১৫০ রান তুলতে পেরেছে আজ।

দুই আফগান স্পিনার দারুণ বল করেছেন আজ।
ছবি: আইপিএল

চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিনারদের সাহায্য করে। যদিও এবার প্রথম কয়েকটি ম্যাচে সেটা টের পাওয়া যায়নি। আজ কিন্তু ঠিকই স্পিনাররা দাপট দেখালেন। এত দিন দুই আফগান স্পিনার হিসেবে রশিদ খান ও মোহাম্মদ নবীকে খেলিয়েছে হায়দরাবাদ। রশিদকে বসানোর চিন্তা কারও মাথায় আসবে না, তাই আজ নবীর বদলে সুযোগ মিলেছে মুজিবের। আর তাতেই কেল্লা ফতে।

গত মৌসুমে ধার হারিয়ে ফেলা মুজিব আজ দারুণ করেছেন। ২৯ রান দিয়ে শুধু ২ উইকেটই পাননি, মুম্বাইয়ের রানের গতি একদম স্লথ করে দিয়েছেন। ওদিকে রশিদ খানকে কোনো মুম্বাই ব্যাটসম্যান উইকেট দেননি। কিন্তু তাঁর বলে রান নেওয়ার চেষ্টাটাও খুব একটা হয়নি। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়েছেন রশিদ। দুই স্পিনারের সঙ্গে বলের গতি কমিয়ে সাফল্য পেয়েছেন মিডিয়াম পেসার বিজয় শংকরও। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শংকর।

আক্রমণাত্মক শুরু করেও ইনিংস টানতে পারেননি রোহিত।
ছবি: আইপিএল

মাঝের ওভারগুলোই মুম্বাইকে বিপদে ফেলে দিয়েছে। পাওয়ার প্লের ৬ ওভারেই ৫৩ রান তোলা মুম্বাই শেষ ৪ ওভারে ৪৩ রান তুলেছে। মাঝের ১০ ওভারেই সেই দল নিয়েছে মাত্র ৫৪ রান! পাওয়ার প্লে শেষ হতেই রোহিত (৩২) ফিরে গেছেন শংকরের বলে। সূর্যকুমার যাদবও তাঁর শিকার। এক প্রান্ত ধরে খেলছিলেন কুইন্টন ডি কক। কিন্তু তাঁর ৩৯ বলে ৪০ রানের লড়াই মুজিব শেষ করে দিয়েছেন ১৪তম ওভারে। টেস্ট মেজাজে থাকা ঈশান কিষানও (২১ বলে ১২) তাঁর শিকার।

মুম্বাইকে শেষ দিকে উদ্ধার করেছেন পোলার্ড। ১ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৩৫ রান তুলেছেন পোলার্ড।