মুশফিকুর ‘১৫০’ রহিম

মুশফিকুর রহিমছবি: প্রথম আলো

১০ নভেম্বর অভিষেক। বাংলাদেশ প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়ে গিয়েছিল ১১ নভেম্বরই। সালটা যে ২০০০, সেটি না বললেও চলে। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে আমিনুল ইসলামের ব্যাট থেকে আসে ঐতিহাসিক সেই সেঞ্চুরি। প্রথম ১৫০ রানের ইনিংসটা সেদিন অল্পের জন্যই দেখেনি বাংলাদেশ। আমিনুল ফিরে গিয়েছিলেন ১৪৫ রান করে।

আরও পড়ুন

সার্ধশতের সেই অপেক্ষা ফুরোয় চার বছর পর। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চোখধাঁধানো এক ইনিংস খেলে ১৫৮ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুলে পত্তন করা ১৫০ রানের হিসাবের সেই পাতায় আজ যোগ হলো ১৬তম ভুক্তিটি। যোগ করলেন এমন এক ব্যাটসম্যান, যাঁর নামটাই ওই পাতায় সবচেয়ে বেশি খোদাই করা।

ব্যাটসম্যানের নাম মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারে আজ পঞ্চমবারের মতো ১৫০ ছুঁয়েছেন টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক। অথচ ক্যারিয়ারের শুরুতে তিন অঙ্কের দেখা পেতেই কত হাপিত্যেশ করতে হয়েছে তাঁকে।

সবচেয়ে বেশি ১৫০ রানের ইনিংস (বাংলাদেশের ব্যাটসম্যান):

২০০৫ সালে টেস্ট অভিষিক্ত মুশফিক প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ২০১০ সাল চট্টগ্রামে ভারতের বিপক্ষে। ২০১৩ সালে গল টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়ার আগে প্রথম ৩০ টেস্টে মুশফিকের একমাত্র সেঞ্চুরি হয়ে ছিল চট্টগ্রামের সেই ইনিংস।

আরও পড়ুন

গলে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি পাওয়ার পর মুশফিক সেঞ্চুরি পেয়েছেন আরও সাতটি, এর চারটিই আবার ১৫০ ছাড়ানো। টেস্ট ক্যারিয়ারের পাঁচটি ১৫০ ছাড়ানো ইনিংসের তিনটিকেই আবার ডাবল সেঞ্চুরি বানিয়েছেন টেস্টে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

সঙ্গী না থার হতাশা সঙ্গী হলো মুশফিকের
ছবি: প্রথম আলো

গলের শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ২০০ রানের সেই ইনিংসের পর মুশফিক আবার ১৫০ পেরোন ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে। সাকিবের সঙ্গে ৩৫৯ রানের জুটি গড়া মুশফিক করেন ১৫৯।

আরও পড়ুন

২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ইনিংসটা খেলে ২১৯ রানে অপরাজিত থাকা মুশফিক পরের সেঞ্চুরিটাকেও ‘ডাবল’ বানিয়ে ফেলেন। করোনার আগে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টে সেই মিরপুরেই জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩ রান অপরাজিত ছিলেন তিনি। এরপর চলমান মিরপুর টেস্টের অপরাজিত ১৭৫।
টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তিনটি ১৫০ ছাড়ানো ইনিংস মুমিনুল হকের। এ ছাড়া একাধিক ‘১৫০’ আছে মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবালের।

মুশফিকের ১৫০ ছাড়ানো ইনিংস

টেস্ট ইতিহাসে পাঁচ বা এর বেশি ১৫০ ছাড়ানো ইনিংস আছে ৭৭ ব্যাটসম্যানের। মুশফিকসহ তাঁদের ১৭ জনের ঠিক পাঁচটি করে ১৫০ ছাড়ানো ইনিংস। ১৫০ ছাড়ানো ইনিংসে সবচেয়ে বেশি ভারতের শচীন টেন্ডুলকারের। সবচেয়ে বেশি ৫১টি টেস্ট সেঞ্চুরির মালিক ২০ বার ছাড়িয়েছেন বা ছুঁয়েছেন ১৫০। ১৯টি করে ১৫০ রানের ইনিংস নিয়ে দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। সর্বকালে সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের ১৫০ আছে ১৮টি।

আরও পড়ুন