মুশফিক–তামিমদের সঙ্গে অবশেষে ডমিঙ্গো

তামিম ইকবালের সঙ্গে দেখা হতেই খুনসুটিতে মেতে উঠলেন রাসেল ডমিঙ্গোশামসুল হক

ঢাকায় এসে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ হয়েছেন। সরকারের অনুমতি নিয়ে তাই ১৪ দিনের কোয়ারেন্টিন পূর্ণ না করেই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো। শামসুল হকের ক্যামেরায় ধরা পড়েছে তামিম–মুশফিকদের সঙ্গে অনুশীলনে তাঁর কিছু মুহূর্ত—

স্বাস্থ্য নিরাপত্তায় ত্রুটি রাখলেন না। ডমিঙ্গো মাঠে নামলেন মুখে মাস্ক এঁটেই
শামসুল হক
স্বাস্থ্যবিধি মেনেই সৌহার্দ্য বিনিময়। হাত না মিলিয়ে তামিমের সঙ্গে কনুই ঠোকাঠুকি ডমিঙ্গোর
শামসুল হক
টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে প্রস্তুতির খোঁজখবর নিচ্ছেন প্রধান কোচ। সঙ্গে ছিলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক
শামসুল হক
নেটের পেছনে দাঁড়িয়ে মুমিনুলের ব্যাটিং অনুশীলন দেখছেন কোচ। তখনো মুখে মাস্ক
শামসুল হক
আড্ডা জমে গেল তামিমের সঙ্গে
শামসুল হক
ফিল্ডিং কোচ রায়ান কুক মুঠোফোনে কিছু একটা দেখাচ্ছিলেন ডমিঙ্গো ও গিবসনকে। একটু দূরে দাঁড়িয়ে ফিজিও জুলিয়ান ক্যালেফাতো
শামসুল হক
মুশফিকুর রহিমের ব্যাটিং অনুশীলনে দর্শক রাসেল ডমিঙ্গো। সঙ্গে ফিল্ডং কোচ ও পেস বোলিং কোচ
শামসুল হক
লাফিয়ে ওঠা বলটা ছেড়ে দিলেন মুশফিক। নেটের পেছন থেকে দেখছেন প্রধান কোচ
শামসুল হক
মুমিনুল হককে কিছু একটা বোঝাচ্ছেন রাসেল ডমিঙ্গো
শামসুল হক
অনুশীলন শেষ। মাঠ ছাড়ছেন রাসেল ডমিঙ্গো
শামসুল হক