মোস্তাফিজ জানেন না কী হবে

মোস্তাফিজ সবকিছু ছেড়ে দিচ্ছেন আল্লাহর হাতে।ছবি: এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতির যথেষ্ট সময় পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। এ নিয়ে বেশ চিন্তিত তিনি। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর ভারত থেকে ফিরে ৬ মে থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন তিনি। সেটি শেষ করে গতকালই বাঁহাতি পেসার যোগ দিয়েছেন দলের সঙ্গে।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে প্রস্তুতির ঘাটতি নিয়েই বলছিলেন মোস্তাফিজ, ‘আমি আইপিএলের সময় আর দেশে মিলিয়ে প্রায় ২৫ দিনের মতো রুম কোয়ারেন্টিনে ছিলাম। এর মধ্যে এক দিন অনুশীলন সেশন ও একটি ম্যাচ খেলেছি। এখন জানি না কী হবে। আমি আর সাকিব ভাই দুজনই একই অবস্থায় ছিলাম। আমরা অনুশীলন করতে পারিনি। আজকে করলাম। আর দুই দিন সময় পাব। আল্লাহর ওপর ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে কী হয়।’

মিরপুরে সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান
ছবি: প্রথম আলো

করোনাকালে ক্রিকেট খেলাটাই কঠিন হয়ে পড়েছে ক্রিকেটারদের জন্য। এটি সারা পৃথিবীর সব ক্রিকেটারের জন্যই প্রযোজ্য। মোস্তাফিজই যেমন কোয়ারেন্টিন শেষ করে প্রবেশ করেছেন জৈব সুরক্ষা বলয়ে। ব্যাপারটা যে কত কঠিন সেটিই মোস্তাফিজ জানালেন আজ, ‘শেষ দুই বছর শুধু আমার জন্য না, সবার জন্যই খুব কষ্টকর। জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলা কঠিন।’

আইপিএলে দারুণ ফর্মে ছিলেন এই বাঁহাতি পেসার। খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে প্রতিটি ম্যাচ। টুর্নামেন্টের সবচেয়ে বেশি ডট বলও করেছেন। নিয়েছেন ৭ ম্যাচে ৮ উইকেট। এবার জাতীয় দলের হয়ে একই ফর্ম ধরে রাখার আশা মোস্তাফিজের।

তবে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোস্তাফিজ। ঘরের মাঠে ওয়ানডের অতীত রেকর্ডই এই আত্মবিশ্বাসের কারণ, ‘ঘরের মাঠে আমরা বেশি ম্যাচ জিতছি। অবশ্যই আমরা আমাদের মাঠে এগিয়ে থাকব।’