মোস্তাফিজ প্লাটিনাম, মাহমুদউল্লাহ ডায়মন্ড

মোস্তাফিজ।
ফাইল ছবি: প্রথম আলো

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লেখানোর হিড়িক পড়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, পিএসএল ড্রাফটের প্লাটিনাম শ্রেণিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আজ আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্রাফটের ডায়মন্ড, গোল্ড ও সিলভার শ্রেণির তালিকা প্রকাশ করেছে পিসিবি। চার শ্রেণিতে মোট ২০ বাংলাদেশি ক্রিকেটারের নাম পাওয়া গেছে।

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও আছেন তালিকায়। ডায়মন্ড শ্রেণিতে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি। এর আগে পিএসএল খেলার অভিজ্ঞতা আছে মাহমুদউল্লাহর। কোয়েটা গ্লাডিয়েটর্সে এক মৌসুম খেলেছিলেন তিনি। কদিন আগে হয়ে যাওয়া পিএসএল প্লে-অফে মুলতান সুলতানসের হয়ে খেলার সুযোগ ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় পাকিস্তান যাওয়া হয়নি মাহমুদউল্লাহর।

মাহমুদউল্লাহ।
ফাইল ছবি: প্রথম আলো

এ ছাড়া গোল্ড শ্রেণিতে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন আছেন পিএসএল ড্রাফটের এই ক্যাটাগরিতে। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হকের নাম আছে সিলভার শ্রেণিতে।

আগামীকাল লাহোরে পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে। পিএসএল ড্রাফটে দল পেলেও টুর্নামেন্টে খেলতে বিসিবির অনাপত্তিপত্র লাগবে ক্রিকেটারদের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর করার কথা। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। জাতীয় দলের ক্রিকেটাররা দল পেলেও অনাপত্তিপত্র পাবেন কি না, সেটিই দেখার বিষয়।

তাসকিন।
ফাইল ছবি: প্রথম আলো

তবে করোনা ও জাতীয় দলের সূচির কারণে যে ক্রিকেটারদের পাওয়া কঠিন হবে, সেটি পিএসএল কর্মকর্তারাও বুঝতে পারছেন। পিএসএলের পরিচালক বাবর হামিদ এ নিয়ে বলেছেন, ‘আমরা এমন তারকাবহুল প্লাটিনাম তালিকা প্রকাশ করতে পেরে খুবই খুশি। আমরা জানি, খুবই কঠিন সময় পার করছি। করোনার কারণে ও আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার কারণে ক্রিকেটার পাওয়া কঠিন। তবু আমরা রোমাঞ্চকর আরেকটি মৌসুমের অপেক্ষায় আছি।’

পিএসএল ড্রাফটে বাংলাদেশের খেলোয়াড়
প্লাটিনাম শ্রেণি: মোস্তাফিজুর রহমান।
ডায়মন্ড শ্রেণি: মাহমুদউল্লাহ রিয়াদ।
গোল্ড শ্রেণি: আবুল হাসান, আফিফ হোসেন, আল আমিন হোসেন, অলক কাপালি, জুবায়ের হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।
সিলভার শ্রেণি: আবু সায়েম চৌধুরি, এনামুল হক, মেহেদী হাসান রানা, মেহেদী হাসান, মনির হোসেন, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ।