যার চাকরি তাঁর খবর নেই, শোয়েবের ঘুম নেই

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
ছবি: টুইটার

‘যাঁর চাকরি তাঁর খবর নেই, পাড়া-পড়শির ঘুম নেই!’ শোয়েব আখতারের কথা শোনার পর বাংলা প্রবাদটা চাইলে এভাবে লেখা যায়।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ডেলিভারির রেকর্ড গড়া এই পেসার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেউ নন। সাবেক ক্রিকেটার। বিভিন্ন টক শোতে বিশেষজ্ঞ মতামত দিতে দেখা যায় তাঁকে।

নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেন। কিন্তু পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিসবাহ-উল-হককে ছাঁটাই করে অ্যান্ডি ফ্লাওয়ারকে নিয়ে আসা হবে সেখানে, এ খবর তাঁর জানার কথা না। তাও এমনই এক মন্তব্য করেছেন শোয়েব আখতার।

হ্যাঁ, এ কথা সত্যি নিউজিল্যান্ড সফরে বাজে পারফরম্যান্সের পর মিসবাহ-উল-হককে শেষ একটা সুযোগ দিয়েছে পিসিবি। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে মিসবাহকে, অন্যথায় পিসিবি অন্য পথে হাঁটবে।

কিন্তু সেই পথটা যে অ্যান্ডি ফ্লাওয়ারের ঠিকানায়, পিসিবি তা নিয়ে টুঁ শব্দটি করেনি।

এদিকে শোয়েব নিশ্চয়তা দিয়ে দিলেন, মিসবাহকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত হয়ে গেছে, অ্যান্ডি ফ্লাওয়ার হবেন নতুন কোচ!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ মৌসুম শেষেই জিম্বাবুয়ে কিংবদন্তি নাকি বাবর আজমদের প্রধান কোচের দায়িত্ব নেবেন। এদিকে পিসিবির ক্রিকেট কমিটি মিসবাহর কোচিং স্টাফের পাশে দাঁড়িয়ে তাঁদের রেখে দেওয়ার সুপারিশ করলেও পাত্তা দিচ্ছেন না শোয়েব।

তাঁর মতে, ক্রিকেট কমিটির কিছুই করার ক্ষমতা নেই আর। কিন্তু এ কথা সত্যি, মিসবাহ এখন বেশ চাপে আছেন। চাকরি বাঁচাতে তাঁর ঘুম ছুটে যাওয়ার কথা।

ইংল্যান্ডের সাবেক কোচ ও জিম্বাবুয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার
ছবি: টুইটার

যদিও এদিকে ফ্লাওয়ারের পক্ষ থেকে কিছু শোনা যায়নি। ইংল্যান্ডের সাবেক এ কোচ এখন পিএসএলের দল মুলতান সুলতানসের দায়িত্বে।

নিজের ইউটিউব চ্যানেলে পিসিবির ক্রিকেট কমিটি নিয়ে শোয়েবের ভাষ্য, ‘কমিটি বলে কিছু নেই। তারা শুধু পিসিবির কথা মেনে চলে। এর বিনিময়ে পিসিবি দোষ চাপায় কমিটির কাঁধে। কমিটির সুপারিশ মেনে তারা যে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে, সেগুলো পুরোপুরি মিথ্যা।’ ৪৫ বছর বয়সী সাবেক এ পেসার জানান, জাতীয় দলে বর্তমান কোচিং স্টাফদের কেউ থাকবেন না। নিজের পছন্দমতো কোচিং স্টাফ নিয়ে আসবেন ফ্লাওয়ার।’

মিসবাহকে নিয়ে শোয়েব বলেন, ‘আমি বলে রাখছি, মিসবাহকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। অ্যান্ডি ফ্লাওয়ার আসবেন তাঁর জায়গায়। মুলতান সুলতানসের দায়িত্বে থাকায় ফ্লাওয়ার এ মুহূর্তে রাজি হচ্ছেন না। কিন্তু পিএসএল শেষে তিনি দায়িত্ব নেবেন।’

কমিটি মিসবাহকে রেখে দিতে চাইলেও ভেতরের সত্যটা জানেন বলে দাবি করলেন সাবেক এ গতি তারকা, ‘ক্রিকেট কমিটি কিছুই করতে পারে না। তাদের ছেড়ে দিন। মিসবাহকে তারা রেখে দিতে চাইলেও সত্যটা হলো তাকে চলে যেতে বলা হবে। মিসবাহর অধীনে কাজ করতে বলা হয়েছে ওয়াকারকে (বোলিং কোচ), ভাবা যায়!’

পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ–উল–হক
ছবি: টুইটার

কোচ কিংবা স্টাফ নিয়োগে পিসিবিকে ভীষণ চালাক বলে মনে করেন শোয়েব। তবে বোর্ডের দীর্ঘদিনের এই চালাকি তিনি ধরে ফেলেছেন বলেও মনে করেন, ‘মিসবাহকে নিয়ে বলতে গেলে, পিসিবি সব সময় গড়পড়তা লোকদের নিয়োগ দিয়েছে যেন দোষটা তার কাঁধেই চাপানো যায়। এরপর পিসিবি তাকে চলে যেতে বলে। পিসিবি খুবই ধুরন্ধর। তারা ২০-২৫ বছর ধরে এমন করছে। সব সময় গড়পড়তা লোকদের নিয়ে আসে।’

দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারাই মিসবাহর শেষ সুযোগ বলে মনে করেন শোয়েব, ‘পাকিস্তান এরপর দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। স্পিন উইকেট না বানালে প্রতিদিন দক্ষিণ আফ্রিকা ৫০০ করে রান তুলতে পারে। মিসবাহর একমাত্র সুযোগ বলতে দক্ষিণ আফ্রিকাকে হারানো। বলে রাখছি, অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে চুক্তি এর মধ্যেই হয়ে গেছে।’

কিছুদিন আগে লাহোরে গত ১৬ মাসে পাকিস্তান জাতীয় দলের পারফরম্যান্স পুনর্মূল্যায়ন করে ক্রিকেট কমিটি। এ সময়ের মধ্যে ১০ টেস্টে মাত্র ২টিতে জয় ও ৫টিতে হেরেছে পাকিস্তান।

৫ ওয়ানডের ৪টিতে জয় এবং ১৭ টি-টোয়েন্টি খেলে ৭ জয় ও ৮ ম্যাচ হেরেছে পাকিস্তান।