যুবা ক্রিকেটারদের করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ

তৃতীয় দফার করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ।প্রথম আলো, ফাইল ছবি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প শুরুর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রথম দুই দফায় ৩০ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় দফায় ১৬ জন ক্রিকেটারের করোনা পরীক্ষার পর সুখবরই এসেছে। তৃতীয় পর্যায়ে কারও করোনা পজিটিভ আসেনি। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম কায়সার।  

দ্বিতীয় দফার পরীক্ষায় করোনা পজিটিভ হওয়া ইফতেখার হোসেনের এখন আছেন পর্যবেক্ষণে। গতকাল আরেকটি পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছে।

দ্বিতীয় দফার পরীক্ষায় কেবল করোনা ধরা পড়েছিল ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার হোসেনের। কিন্তু গতকাল আবার করোনা পরীক্ষার পর নেগেটিভ এসেছে তাঁর। তাঁকে আরও তিন দিনের পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আরেক দফা করোনা পরীক্ষার পর ফল নেগেটিভ আসলে তিনি বিকেএসপির ক্যাম্পে যোগ দেওয়ার ছাড়পত্র পাবেন। করোনা নেগেটিভ হওয়া বাকিরা অবশ্য এরই মধ্যে চলে গেছেন বিকেএসপিতে। আজকের পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হবে।

আগামী ২৩ আগস্ট শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প সামনে রেখে সব মিলিয়ে মোট ৪৫ ক্রিকেটার ও প্রায় ২০ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। এরপর ফিটনেস ও স্কিল ট্রেনিংয়ের পর হবে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দেখে বাছাই করা হবে আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল।