যে ছবি কোহলিকে ফিরিয়ে নেয় স্কুলের দিনগুলিতে

একটি ছবি কোহলিকে ফিরিয়ে নেয় তাঁর স্কুল জীবনে।ছবি: টুইটার

ছবিটা তাঁকে মনে করিয়ে দেয় স্কুল জীবনের কথা। বিরাট কোহলি এই এক ছবিতেই হারিয়ে যান তাঁর অতীতে। কেবল ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অধিনায়কই নন, একটু খেয়াল করে দেখলে ছবিটি অনেককেই স্কুলের দিনগুলোতে ফিরিয়ে নিতে পারে। সেই ছিল হাসি, আনন্দে পরিপূর্ণ দিনগুলি। যদিও তখন আনন্দ, উচ্ছলতার মধ্যেও সবাইকে তাড়িয়ে ফিরত পড়াশোনার চাপ আর শিক্ষকদের বকুনির ভয়।

কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) পরশু দারুণ খেলে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত কৃপণ বোলিংয়ে রীতিমতো দিশেহারা ছিল কলকাতা। প্রথমে ব্যাটিং করে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ৮৪ রানের বেশি করতে পারেনি তারা। আইপিএলের ইতিহাসে অলআউট না হয়ে কোনো দলের এর চেয়ে কম স্কোর আর নেই। সেই সংগ্রহ তাড়া করতে গিয়ে আরসিবিকে বেগ পেতে হয়নি। হেসে-খেলে ৮ উইকেটে তুলে নিয়েছে বড় জয়। ওপেনিং ব্যাটসম্যান দেবদূত পাড়িকাল, অ্যারন ফিঞ্চ, গুরকিরাত সিং আর অধিনায়ক কোহলি মিলেই দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে, মাত্র ২ উইকেট হারিয়ে। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর কোহলি নিজের ইনস্টাগ্রামে নিজেসহ আরসিবির কয়েকজন দুর্দান্ত পারফরমারের ছবি পোস্ট করেই জানিয়েছেন, ওটা নাকি তাঁকে নিজের স্কুল জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে।

ছবিটা তেমন কিছু নয়। আরসিবির অনুশীলন সেশনের ফাঁকে তোলা ছবি। তাতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সিরাজ, দেবদূত পাড়িকাল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ছবিটিতে হয়তো তেমন বিশেষত্ব নেই, কিন্তু একটু খেয়াল করে দেখলে স্মৃতিকাতর হতে হয়।

স্কুল জীবনে সবারই এমন স্মৃতি আছে। কোনো ক্লাসে শিক্ষক হয়তো জিজ্ঞেস করেছেন, বাড়ির কাজ নিয়ে। বেছে বেছে চার/পাঁচজনকে তিনি দাঁড় করিয়েছেন। এদের মধ্যে দুই-একজন থাকত নির্ভার, বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসার জন্য। বাকিরা চিন্তিত, বাড়ির কাজ না নিয়ে আসার জন্য। কোহলিকে যে ছবিটা স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, সেটি অনেকটা তেমনই। ছবির দিকে তাকালেই দেখা যাবে একমাত্র এবি ডি ভিলিয়ার্সই নির্ভার, তাঁর মুখ হাসি হাসি। বাকিদের চেহারায় কেমন যেন একটা বিভ্রান্তির ছায়া। ব্যাপার অনেকটাই এমন যে ভিলিয়ার্সই বাড়ির কাজ ঠিকমতো করে এনেছেন, বাকিরা এখন শঙ্কায়, শিক্ষক তাঁদের কী বলবেন!

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে কোহলি লিখেছেন, ‘এই ছবিটা আমাকে স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে যায়। একটা ক্লাসের ৪জনকে দাঁড় করানো হয়েছে। একমাত্র এবি ডি ভিলিয়ার্সই সেই ছাত্র, যে বাড়ির কাজটা ঠিকমতো করে এনেছে। বাকি তিনজন আছে বিপদের মধ্যে।’

এবার আইপিএলে এবি ডি ভিলিয়ার্সের যে পারফরম্যান্স, কোহলির ইনস্টাগ্রাম ক্যাপশনের সঙ্গে সেটি দারুণভাবে মিলে যায়। পুরোপুরি প্রস্তুত হয়েই আইপিএল রাঙাতে এসেছেন প্রোটিয়া তারকা। এবি যেন সেই স্কুল বালক, শিক্ষকের যেকোনো প্রশ্নের উত্তরই যার কাছে আছে। আইপিএলে এবির ব্যাটিংয়ের সঙ্গে এই ছবি মেলালে শুধু কোহলি কেন, অনেকেরই স্কুল জীবনে নিজের ক্লাসের সেরা ছাত্রটির কথা মনে পড়ে যায়।