রজনীকান্ত-যুবরাজরা আজ ব্যস্ত রেখেছেন টেন্ডুলকারকে

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারফাইল ছবি: এএফপি

ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমায় রজনীকান্তই যেন শেষ কথা! অনেকের মতেই তাঁর জনপ্রিয়তার ধারেকাছে কেউ নেই। ৭০ বছর বয়সেও ভারতজুড়ে জনপ্রিয়তা ধরে রেখেছেন দক্ষিণের এই নায়ক।

ভক্তরা তাঁকে দিয়েছেন ‘থালাইভা’ খেতাব। আজ ৭০তম জন্মদিনে এসে শুভেচ্ছায় ভাসছেন রুপালি পর্দার নায়ক রজনীকান্ত। তাঁকে শুভেচ্ছা জানান শচীন টেন্ডুলকার।

ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যানকে আজ অবশ্য জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত দিন পার করতে হয়েছে।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন রজনীকান্ত। সিনেমা জগতের ব্যক্তিরা জনপ্রিয় এই নায়ককে শুভেচ্ছা তো জানিয়েছেনই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের অনেক বড় তারকার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন রজনীকান্ত।

আজ শুধু রুপালি পর্দার রজনীকান্তই নন, সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়েরও জন্মদিন। সাবেক সতীর্থ যুবরাজকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন টেন্ডুলকার।

রজনীকান্তের সঙ্গে একটি ছবি টুইট করে টেন্ডুলকার লিখেছেন, ‘দিনটির জন্য অনেক শুভেচ্ছা থালাইভা রজনীকান্ত। সৃষ্টিকর্তা আপনাকে দীর্ঘজীবী করুন ও সুস্থ জীবন দিক।’ এই বছরের জানুয়ারিতে রজনীকান্তকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছে।

এই ১২ ডিসেম্বরে পৃথিবীতে এসেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ। আজ ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করছেন ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক।

যুবরাজের সঙ্গে দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন টেন্ডুলকার। যুবরাজের সঙ্গে একটি ছবি টুইট করে শচীন লিখেছেন, ‘শুভ জন্মদিন যুবি। বছরটা হোক সুখ, সুস্বাস্থ্য ও সফলতার। আশা করি শিগগিরই দেখা হবে।’

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়ের পর ২০০০ সালে আইসিসি নকআউট ট্রফিতে ভারত জাতীয় দলে অভিষেক যুবরাজের। এর প্রায় ১১ বছর আগে ১৯৮৯ সালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে অভিষেক শচীনের।