রান থামিয়ে ৫ উইকেট পেয়েছেন মিরাজ

পাঁচ উইকেট পেয়েছেন মিরাজ।ছবি: টুইটার

উইকেটে তেমন কিছু নেই। হারারে টেস্টের তৃতীয় দিন তাই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের রান কম দিয়ে চাপ বাড়ানো পরিকল্পনা করে বাংলাদেশ। পরিকল্পনা কাজেও দেয়। আজ ২ উইকেটে ২০৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া জিম্বাবুয়ে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে অলআউট হয় ২৭৬ রানে।

মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ক্যারিয়ারের অষ্টম ৫ উইকেট। আরেক স্পিনার সাকিব আল হাসানের শিকার ৪ উইকেট। তৃতীয় দিন শেষে বাংলাদেশের ২৩৭ রানে এগিয়ে থাকার পেছনে এই দুই স্পিনারের ভূমিকাই ছিল বেশি।

রান আটকানোর পরিকল্পনাতে সফল বাংলাদেশ।
ছবি: টুইটার

দিন শেষে নিজের ও দলের সাফল্যের পেছনে সেই রান থামিয়ে চাপ সৃষ্টি করার কৌশলকেই মূল কারণ বলেছেন মিরাজ। বিসিবির ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা যখন লাঞ্চের পর ফিল্ডিংয়ে নেমেছিলাম, তখন অধিনায়ক রানটা কম দেওয়ার কথা বলেছিল। সাকিব ভাইও একই কথা বলছিলেন। কারণ ওরা বড় জুটি করে ফেলছিল। লাঞ্চের পর আমরা অনেক ভালো বল করেছি। পেসার, স্পিনার—সবাই এই চেষ্টায় সফল হয়েছে। এক সেশনে মাত্র ৩৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছিলাম।’

দলের সাফল্য তো আছেই। ব্যক্তিগতভাবেও দিনটা ছিল মিরাজের জন্য স্মরণীয়। টেস্ট ক্রিকেটে তাঁর দেশের বাইরের রেকর্ড তো খুব একটা উজ্জ্বল নয়। হারারে টেস্টের আগে দেশের মাটিতে ১৩ টেস্টে ২২.০৯ গড়ে ৭১ উইকেট নেওয়া মিরাজ দেশের বাইরে ১৩ টেস্টে ৬১.১৫ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট। কে জানে, বিদেশের মাটির রেকর্ড উন্নতি করার পথে হয়তো এটিই মিরাজের প্রথম ধাপ।

উন্নতির লম্বা পথে হাঁটা ধরার আগে যে আত্মবিশ্বাস দরকার সেটা অন্তত হারারে টেস্ট থেকে পেয়েছেন মিরাজ, ‘অনেক দিন পর পাঁচ উইকেট পেয়েছি। অনেক দিন ধরেই উইকেট পাচ্ছিলাম দুই-তিনটি করে। পাঁচ উইকেট পাইনি। এটা যে কোনো বোলারকেই আত্মবিশ্বাস দেয়। দেশের বাইরে যখন পাই তখন আরও অনেক আত্মবিশ্বাস পাওয়ার মতো বিষয়। সেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছি। এবার জিম্বাবুয়েতে পাঁচ উইকেট পেয়ে নিজের কাছে ভালো লাগছে।’

জিম্বাবুয়েকে ধৈর্যের পরীক্ষায় হারিয়েছে বাংলাদেশ।
ছবি: টুইটার

স্পিনারদের জন্য কঠিন উইকেটে ৫ উইকেট পাওয়ায় মিরাজের সন্তুষ্টিটা হয়তো একটু বেশিই, ‘আজকের উইকেট ফ্ল্যাট ছিল। আমাদের স্পিনারদের জন্য কাজটা অনেক কঠিন ছিল। কিন্তু আমরা যা চেষ্টা করেছি তা হলো, একটা জায়গায় বল করে যাওয়া। রান থামিয়ে রাখার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমাদের ভালো বলে ওরা যেন ভুল শট খেলে। স্পিনারদের এই পন্থা অনেক কাজে দিয়েছে।’