রাহানে জানিয়ে দিলেন তিনি কোনো মসলা জোগাবেন না

এক ফ্রেমে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ–অধিনায়ক অজিঙ্কা রাহানে।ছবি: বিসিসিআই

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২৭২ রানে হেরেছে ভারত। আগামীকাল চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে বিরাট কোহলির দল। কিন্তু ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর অধিনায়ক বিরাট কোহলি আছেন চাপে। তাঁর দিকে ছুটে যাচ্ছে একের পর এক সমালোচনার তির। প্রশ্ন উঠেছে, কোহলির নেতৃত্বগুণ নিয়েও।

কোহলির অধিনায়কত্বে ভারত টানা চারটি টেস্ট হেরেছে। নিউজিল্যান্ডের মাটিতে দুই টেস্ট, এরপর অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট এবং ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে চেন্নাই টেস্ট। অধিনায়ক কোহলির ওপর কি আস্থা হারিয়েছে ভারত? সহ–অধিনায়ক অজিঙ্কা রাহানেকে কি পুরোপুরিভাবে টেস্টের অধিনায়কত্ব দেওয়া হবে? ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর প্রশ্নগুলো তুলেছে দলটির সমর্থকদের একাংশ।

শুধু ভারতের ক্রিকেট আকাশেই যে প্রশ্নগুলো ঘুরছে, তা নয়। কাল দ্বিতীয় টেস্ট শুরুর আগে প্রশ্নটি শুনতে হয়েছে রাহানেকেও। কিন্তু দক্ষ কূটনীতিকের মতো বিতর্কটা এড়িয়ে গেলেন কোহলির সহকারী। কঠিন এই বাউন্সারে তিনি ডাক করেছেন দারুণভাবে। সোজাসাপ্টা বলে দিয়েছেন—তাঁর অধিনায়ক বিরাট কোহলিই থাকবেন।

খরা কাটিয়ে রানে ফিরতে চান রাহানে।
ছবি: এএফপি

চেন্নাইয়ে প্রথম টেস্টের হারটি বিশ্লেষণ করতে গিয়ে অনেকেই বলেছেন, ম্যাচে শরীরী ভাষাটা খুব একটা ঠিক ছিল না ভারতের খেলোয়াড়দের। এসব অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি অধিনায়কত্ব নিয়ে আলোচনার বিষয়েও কথা বলেছেন রাহানে, ‘হ্যাঁ, এটা সত্যি যে মাঝে মাঝে ক্রিকেটারদের মধ্যে সেই শক্তি থাকে না। সেটা অধিনায়ক বদল হয়েছে বলে নয়।’ এরপরেই তিনি বলেন, ‘আপনারা যদি মসলার খোঁজে এসে থাকেন, তাহলে সেটা এখানে পাবেন না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন রাহানে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলে কোহলি ভারতে ফেরত যাওয়ার পর তিনিই ছিলেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে রূপকথার এক সিরিজ জেতে ভারত। কিন্তু মেলবোর্নের ওই সেঞ্চুরির পর থেকেই রাহানের ব্যাটে রানের খরা। সর্বশেষ সাত ইনিংসে রান ছিল ২৭*, ২২, ৪, ৩৭, ২৪, ১ ও ০৷

ভারতে ফিরেও তাঁর ব্যাটে রানের খরা। যদিও রাহানে নিজের ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নন, ‘প্রায় দুবছর পর আমরা ঘরের মাঠে খেলছি। তাই পুরো দলের দিকে তাকান। কোনো নির্দিষ্ট ক্রিকেটারের দিকে তাকাবেন না। যদি শেষ ১০-১৫টি টেস্টে আমার খেলা দেখেন, তাহলে নিশ্চয়ই কিছু রান খুঁজে পাবেন।’

প্রথম টেস্টের পর কড়া সমালোচনা হয়েছে চেন্নাইয়ের পিচ নিয়ে। চেন্নাইয়েই এবার খেলা হবে অন্য পিচে। রাহানে পেছনের হারটা ভুলে গিয়ে সামনের দিকেই তাকাচ্ছেন, ‘আমার মনে হয় প্রথম দিন থেকেই বল ঘুরবে। তবে আগেও বলেছি, প্রথম সেশনটা না গেলে কিছু বোঝা যাবে না। প্রথম টেস্টে কী হয়েছে, সেটা ভুলে যেতে হবে। এখানকার পরিস্থিতি আমরা সবাই ভালো করে জানি। কাল থেকে নতুন করে শুরু করতে হবে।’

প্রথম টেস্টে ভারতের বোলাররা ২৭টি নো-বল করেছেন। অনেকগুলো ক্যাচ পড়েছে। রাহানে এসব নিয়েও ভাবছেন। ফিল্ডিংয়ে আরও উন্নতির কথা জানিয়ে দিলেন তিনি, ‘আমরা প্রচুর পরিশ্রম করছি। অনেক সময় কাছের ফিল্ডারদের ক্যাচ নেওয়া কঠিন হয়ে যায়। কেউ ইচ্ছা করে ক্যাচ ফেলে না।’

কোহলিই তাঁর অধিনায়ক, এমনটাই বলেছেন রাহানে।
ছবি: বিসিসিআই

চেতেশ্বর পূজারার ওপর দলের সবার আস্থা রয়েছে বলে জানালেন রাহানে, ‘পূজারার ওপর গোটা দলের আস্থা আছে এবং সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বাইরে কে কী বলল, তাতে আমরা কিছু মনে করি না। পূজারার গুরুত্ব দলে কতটা, সেটা আমরা সবাই জানি। তাই ওকে নিয়ে আমরা সবাই খুশি।’

দ্বিতীয় টেস্টে অক্ষর প্যাটেলের দলে আসা নিশ্চিত। রাহানে এই সংবাদ সম্মেলনে এসে সেই কথাটা পরিষ্কার জানিয়ে দিলেন, ‘অনেকেই রয়েছে। অক্ষর প্যাটেলকে ফিট দেখে ভালো লাগছে। তবে দ্বিতীয় টেস্টে কারা খেলবে, সেটা এখনই বলতে রাজি নই। আমাদের প্রত্যেকটা স্পিনারই ভালো। আমি নিশ্চিত, ওরা প্রত্যেকে ভালো খেলার জন্য তৈরি।’