রুতুরাজ–ঝড়ে চেন্নাইয়ের জয় দিয়ে ফিরল আইপিএল

৫৮ বলে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেন গায়কোয়াড়আইপিএল

৪ মাস ১৭ দিনের ‘করোনাবিরতি’ শেষে আবার মাঠে ফিরল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। তবে ফেরার দিনে কোনো খেলা না থাকলেও সবচেয়ে বড় চমকটা দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এবারের আইপিএল শেষেই বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। মাত্র দুই দিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন কোহলি। তবে এই দুই দলেই ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ভারত অধিনায়ক।

আইপিএল শেষেই বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি
আইপিএল

চমক ছিল আইপিএলের ফেরার ম্যাচেও। প্রত্যাবর্তন ম্যাচটা হওয়ার কথা ছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মধ্যে। মুম্বাই-চেন্নাই লড়াই-ই হলো। তবে সেটা রোহিত শর্মার মুম্বাই নয়, কাইরন পোলার্ডের মুম্বাই। বিশ্রামে ছিলেন মুম্বাইয়ের নিয়মিত অধিনায়ক রোহিত, তাঁর বদলে ধোনির সঙ্গে টস করেছেন পোলার্ড। নিয়মিত অধিনায়ককে ছাড়া খেলতে নেমে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাইয়ের কাছে ২০ রানে হেরেছে মুম্বাই। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৬ রান তুলেছিল এম এস ধোনির দল। তাড়া করতে নেমে মুম্বাই থেমে গেছে ৮ উইকেটে ১৩৬ রান করেই।

মুম্বাইয়ের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্ট থেকে যে চোটটা বয়ে নিয়ে এসেছেন রোহিত শর্মা, সেটাই এই কয়েক দিন ভুগিয়েছে তাঁকে। এখন সুস্থ আছেন তিনি। তবে তাঁকে নিয়ে বেশি ঝুঁকি নিতে চায় না দল। সে কারণেই এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে।

ম্যাচ শেষেই এমন উচ্ছ্বাস নিয়েই মাঠ ছেড়েছে চেন্নাই
আইপিএল


দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ছাড়া তাড়া করতে নেমে মুম্বাই খেই হারায় শুরু থেকেই। কুইন্টন ডি কক (১৭), আনমোলপ্রীত সিং (১৬), সূর্যকুমার যাদব (৩)—টপ অর্ডারে কেউ বড় রান পাননি, ঝড়ও তুলতে পারেননি। দুই ওপেনারকে ফিরিয়েছেন দীপক চাহার, যাদবকে ফেরান শার্দুল ঠাকুর।


মিডল অর্ডারে ইশান কিষানও (১১) ব্যর্থ, আউট হয়েছেন ডোয়াইন ব্রাভোর বলে। সৌরভ তিওয়ারি এক প্রান্ত ধরে খেলেছেন। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি পোলার্ড (১৫) বা ক্রুনাল পান্ডিয়াও (৪)। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মুম্বাইয়ের হয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ রান ওই তিওয়ারিরই, ৪০ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। তবে বাড়তে থাকা আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে না পারায় ম্যাচের লাগাম মুম্বাইয়ের হাত থেকে বেরিয়ে যায় শেষ পর্যন্ত।

দুর্দান্ত ইনিংস খেলে রুতুরাজ গায়কোয়াড় অভিনন্দন পেয়েছেন প্রতিপক্ষেরও
আইপিএল

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬ ওভারে ২৪ রান তুলতেই প্রথম ৪ উইকেট হারায় চেন্নাই। তবে এম এস ধোনির দলকে উদ্ধার করেছেন রুতুরাজ গায়কোয়াড়। ২৪ বছর বয়সী ওপেনার অপরাজিত ছিলেন ৮৮ রানে। তাঁর ৫৮ বলের ইনিংসটি সাজানো ৯ চার ও ৪ ছক্কায়। রবীন্দ্র জাদেজা (৩৩ বলে ২৬) ও ডোয়াইন ব্রাভোকে (৮ বলে ২৩) নিয়ে ৮১ ও ৩৯ রানের জুটি গড়েন ভারতের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা গায়কোয়াড়।
এ বছর মে মাসে ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল আইপিএল। তখন অনেক খেলোয়াড়ও আক্রান্ত হয়েছিলেন করোনায়। সেই আইপিএলের বাকি অংশ এখন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।