রুবেল থাকছেন, ফিরছেন আমিনুল

জাতীয় দলের পেসার রুবেল হোসেনফাইল ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলের সঙ্গে ছিলেন না রুবেল হোসেন। কিন্তু হুট করেই স্ট্যান্ড বাই তালিকায় থাকা সেই রুবেলই মূল দলে জায়গা করে নিয়েছিলেন। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।

যদিও ঘণ্টাখানেক পর বিসিবি থেকে জানানো হয়, রুবেল স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবেই দলের সঙ্গে থাকছেন। চোটের কারণে মূল দলের কেউ যদি ছিটকে পড়েন, সে ক্ষেত্রে দলে সুযোগ পাবেন রুবেল।

লেগ স্পিনার আমিনুল
ফাইল ছবি

গত ৯ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন রুবেল ও তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম।
দুজনকেই অনুশীলনের সুবিধার জন্য দলের সঙ্গে ওমান নিয়ে যাওয়া হয়েছিল।

তখন বিশ্বকাপের পুরো সময় তাঁরা দলের সঙ্গে থাকবেন, এমনটাই জানা গিয়েছিল। করোনাভাইরাসের কারণে বিশ্বকাপে প্রায় দলই এমন বিকল্প খেলোয়াড়ের ব্যবস্থা রেখেছে। যদিও আজ বিসিবি জানিয়েছে, দুজনেরই বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরুর আগে দেশে ফিরে আসার কথা ছিল।

রুবেল হোসেন
ফাইল ছবি: প্রথম আলো

১২ অক্টোবর বিকল্প হিসেবে যাওয়া আমিনুল দেশে ফিরে আসবেন। কিন্তু তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের হালকা চোট থাকায় রুবেলকে দলের সঙ্গে রেখে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।

রাবীদ ইমাম বলেছেন, ‘রুবেল বিকল্প ক্রিকেটার হিসেবেই দলের সঙ্গে থাকবেন। যদি মূল দলের কেউ কোনো কারণে ছিটকে পড়েন, সে ক্ষেত্রে রুবেল বদলি খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পাবেন।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ।