রুবেল-সাব্বিররা শ্রীলঙ্কায় যাবেন দেরিতে

রুবেল–সাব্বিররা একটু দেরিতে শ্রীলঙ্কা যাবেন। ছবি: প্রথম আলো
রুবেল–সাব্বিররা একটু দেরিতে শ্রীলঙ্কা যাবেন। ছবি: প্রথম আলো
>মিঠুন, রুবেল, সাব্বির বিশ্বকাপে খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাননি। শ্রীলঙ্কা সফরের আগে তাঁদের ম্যাচ অনুশীলনের সুযোগ করে দেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করেছে, স্কোয়াডে থাকা চার ক্রিকেটার তখন চট্টগ্রামে। এই চার ক্রিকেটার দলের সঙ্গে শনিবার যাচ্ছেন না শ্রীলঙ্কায়। তাঁর যাবেন দুদিন পর।

রুবেল হোসেন, সাব্বির রহমান, এনামুল হক ও মোহাম্মদ মিঠুন চট্টগ্রামে গেছেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ খেলতে। ১৯ ও ২১ জুলাই দুটি ম্যাচ খেলে বাংলাদেশ দলের এই চার ক্রিকেটার ২২ জুলাই রওনা হবেন শ্রীলঙ্কায়। চার ক্রিকেটারের মধ্যে শুধু এনামুল ছিলেন না বিশ্বকাপ দলে। রুবেল, সাব্বির, মিঠুন ইংল্যান্ডে গেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি খুব একটা। রুবেল ও সাব্বির খেলেছেন দুটি ম্যাচ। মিঠুন তিনটি। তিনজনের পারফরম্যান্স অবশ্য বলার মতো নয়। আর এনামুল তো ওয়ানডে দলেই ফিরলেন এক বছর পর।

শ্রীলঙ্কা সফরের আগে চারজনকেই ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিতে ডাকা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলে। আফগানদের বিপক্ষে দুটি ম্যাচ খেলে তবেই তাঁরা যাবেন শ্রীলঙ্কায়। নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘‘মিঠুন, রুবেল, সাব্বির বিশ্বকাপে প্রায় বসেই ছিল। আর এনামুল মাত্র শুরু করল। শ্রীলঙ্কা সফরের আগে ম্যাচ অনুশীলনটা যেন ভালো হয়, সে কারণে ওদের এ সুযোগ দেওয়া। আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে। এখানে ভালো পরীক্ষা দিতে হবে তাদের। ‘এ’ ম্যাচ খেললে আশা করি ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে।’’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ রওনা দেবে ২০ জুলাই। তার আগে আরও দুদিন ঝালিয়ে নেবেন মাশরাফিরা।