রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে রেকর্ড ডাকছে কোহলিকে।
ছবি: টুইটার

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড বরাবরই ভালো। ২৭ নভেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়া এবারের সফরেও কোহলি চাইবেন অতীত ধারাবাহিকতা ধরে রাখতে।

কোহলির সামনে আবার কড়া নাড়ছে বেশ কয়েকটি রেকর্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই রেকর্ডের পাতায় বদল আনতে পারেন কোহলি। ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজাও আছেন রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে।

ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান স্পর্শ করতে কোহলির দরকার মাত্র ১৩৩ রান। ২৩৯ ইনিংসে কোহলির রান ১১৮৬৭। তিন ম্যাচ সিরিজে ১৩৩ রান করলেই কোহলি দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১২ হাজার রান স্পর্শ করবেন।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৩০০ ইনিংসে ১২ হাজার রান করেছিলেন। অস্ট্রেলীয় কিংবদন্তি রিকি পন্টিংয়ের লেগেছে ৩১৪ ইনিংস। ৩৩৬ ইনিংসে ১২ হাজার ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা। আরেক লঙ্কান সনাথ জয়াসুরিয়ার দরকার হয়েছিল ৩৭৯ ইনিংস, মাহেলা জয়াবর্ধনে ৩৯৯।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালোই দ্যুতি ছড়ান কোহলি
ছবি: টুইটার

আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডেও পন্টিংকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে কোহলির। ৭১ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক পন্টিং।

৭০ সেঞ্চুরি নিয়ে তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি। আর ১০০ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়ানো কোহলির জন্য খুব করেই সম্ভব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছেন টেন্ডুলকার। মাত্র ৩৮ ইনিংস খেলা কোহলি এর মধ্যেই ৮টি সেঞ্চুরি করে ফেলেছেন অস্ট্রেলিয়ানদের বিপক্ষে।

গত কয়েক বছর দারুণ ফর্মে থাকা লেগ স্পিনার চাহাল ভারতীয়দের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারি হওয়ার খুব কাছে আছেন।

৫১ ইনিংসে ৯১ উইকেটের মালিক এই লেগ স্পিনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৯ উইকেট নিলে ভারতীয়দের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারি বোলার হবেন।

রবীন্দ্র জাদেজা এই সিরিজেই প্রবেশ করতে পারেন সেরা অলরাউন্ডারদের তালিকায়। ওয়ানডে ক্যারিয়ারে জাদেজা রান করেছেন ২২৯৬, উইকেট সংখ্যা ১৮৭।

অধিনায়কের মতো চাহালও আছেন রেকর্ডের অপেক্ষায়।
ছবি: টুইটার

আর ২০৪ রান ও ১৩ উইকেট হলেই ওয়ানডেতে তিন হাজার রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন জাদেজা।

ওয়ানডে ক্রিকেটে এর আগে ১১ জন এই রেকর্ড গড়েছেন। ভারতীয়দের মধ্যে মাত্র একজনই আছেন এই তালিকায়।

কপিল দেবের ওয়ানডে রান ৩৭৮৩, উইকেট ২৫৩টি। জাদেজা হবেন দ্বিতীয় ভারতীয়।