রেস্তোরাঁয় খেতে গিয়ে আইসোলেশনে রোহিতরা

অনুশীলনে ফিরেই বিপদে পড়েছেন রোহিত।ছবি: এএফপি

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমেই নিয়ম ভাঙার অভিযোগ তুলেছিল। ওদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সে অভিযোগকে উড়িয়ে দিয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের ছড়িয়ে দেওয়া ভিডিও দেখার পর ঠিকই নড়েচড়ে বসতে হয়েছে বিসিসিআইকে। মেলবোর্নে গতকাল একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন রোহিত শর্মাসহ পাঁচ ক্রিকেটার। জৈব নিরাপত্তা বলয়ের নিয়ম ভাঙা এই পাঁচজনকে আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে।

নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে পড়ায় আপাতত অস্ট্রেলিয়া ও ভারত স্কোয়াডের বাকি খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হবে রোহিত শর্মা, ঋষভ পন্ত, শুভমান গিল, পৃথ্বী শ ও নভদ্বীপ সাইনিকে। তবে নিয়ম মেনেই এঁদের অনুশীলন করতে দেওয়া হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আজ শনিবার রাতে এক বিবৃতিতে পাঁচ ক্রিকেটারের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিবৃতিতে বলা হয়েছে, বিসিসিআই ও সিএ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ভেবে দেখছে, এভাবে ঘুরতে যাওয়ায় জৈব নিরাপত্তা বলয় ভেঙেছে কি না। আপাতত অস্ট্রেলিয়া ও ভারতের চিকিৎসক দলের পরামর্শে সতর্কতা হিসেবে এই খেলোয়াড়দের আইসোলেশনে পাঠাতে বলা হয়েছে। এর ফলে ভারত ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভ্রমণ ও অনুশীলন মাঠে যাওয়ার ক্ষেত্রেও তাঁদের আলাদা রাখা হবে।

রোহিত শর্মাদের এমন বিপদে ফেলেছেন নবলদ্বীপ সিং নামের এক ভক্ত। যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন, সেখানে ভাগ্যক্রমে ছিলেন নবলদ্বীপ। সামনে ভারতীয় পাঁচ ক্রিকেটারকে দেখে ভিডিও করে সেটা টুইটারে ছড়িয়ে দিয়েছিলেন। এরপর পাঁচ ক্রিকেটারের খাওয়ার বিলও দিয়েছেন তিনি। শুধু তা–ই নয়, আনন্দে পন্তকে জড়িয়েও ধরেছিলেন। যদিও পরে এ নিয়ে দুই বোর্ডের মধ্যে নিরাপত্তা বলয়–সংক্রান্ত বিতর্ক জন্ম নেওয়ায়, নবলদ্বীপ নিজের দাবি প্রত্যাহার করেছেন। বলেছেন, খেলোয়াড়দের থেকে দূরেই ছিলেন এবং কারও সংস্পর্শে যাননি।

দ্বিতীয় টেস্ট খেলা গিল (মাঝে), পন্ত (ডানে)ও আইসোলেশনে।
ছবি: এএফপি

চার টেস্টের সিরিজে আপাতত ১-১ সমতা। ৭ জানুয়ারি থেকে সিডনি টেস্ট শুরু হওয়ার কথা। এমনিতেই সিডনিতে করোনা সংক্রমণ বাড়ায় টেস্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটারদের বলয় ভাঙা ভালোভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। সোমবার সিডনিতে যাওয়ার পর এমনিতেই কড়া নিয়মের মধ্যে থাকার কথা ছিল দুই দলের। শুক্রবারের ঘটনার পর নিরাপত্তা বলয় আরও শক্ত করবে অস্ট্রেলিয়া। এর আগে বিগ ব্যাশে বলয় ভাঙায় ব্রিসবেন হিটকে ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর যে দুই ক্রিকেটার নিয়ম ভেঙেছেন, সেই ক্রিস লিন ও ডেন লরেন্সকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছিল।