রোহিতকে ছুঁয়েও এক জায়গায় পিছিয়ে কোহলি

কাল টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দারুণ এক ইনিংস খেলেন কোহলি। তবে দল জেতাতে পারেননিছবি: এএফপি

তাঁরা দুজন একই দলে খেলেন। সময়ের অন্যতম সেরা এ দুই ব্যাটসম্যানের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথও আছে। ভারতীয় পত্রপত্রিকা তো বটেই, বিরাট কোহলি আর রোহিত শর্মার দ্বৈরথ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও খোরাক।

সেই দ্বৈরথে কাল একটি জায়গায় রোহিত শর্মাকে ছুঁয়ে ফেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে নেই রোহিত।

প্রথম দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেওয়া ভারত কাল হেরে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে।

আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ভারত তুলতে পারে ৭ উইকেটে ১৭৪ রান। ১২ রানে হারা ম্যাচে ৬১ বলে ৮৫ রান করে টি-টোয়েন্টিতে রোহিতের একটি মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি।

এত দিন টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব রানের সবচেয়ে বেশি ইনিংস খেলা ব্যাটসম্যান ছিলেন রোহিত। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করে তাঁকে ছুঁয়ে ফেলেন কোহলি।

দুজনেরই এখন টি-টোয়েন্টিতে ৫০ বা এর চেয়ে বেশি রানের ইনিংস ২৫টি। রোহিত অবশ্য তাঁর অধিনায়কের চেয়ে একটি জায়গায় এগিয়ে।

রোহিত ন্যূনতম ৫০ বা তার চেয়ে বেশি রানের ইনিংসের মধ্যে সেঞ্চুরি পেয়েছেন চারটি। কোহলি এখনো টি-টোয়েন্টিতে কোনো সেঞ্চুরির দেখা পাননি।

টি-টোয়েন্টিতে অবশ্য কোহলি-রোহিতের দ্বৈরথটা বেশ চলছে। এই সংস্করণে সর্বোচ্চ রান রান সংগ্রহের প্রতিযোগিতায় কোহলি একটু এগিয়েই আছেন রোহিতের চেয়ে।

৮৫ ম্যাচে ৫০.৪৮ গড়ে কোহলির টি-টোয়েন্টি রান ২৯২৮। ১০৮ ম্যাচ খেলে ৩২.৬২ গড়ে ২৭৭৩ রান করে কোহলির পেছেন আছেন রোহিত।

টি–টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি আছে রোহিত শর্মার
ছবি: টুইটার

সিরিজ জিতলেও কাল অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ভালো লাগেনি কোহলির। হারের কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, রান তাড়া করতে গিয়ে মাঝপথে খেই হারিয়ে ফেলা, ‘আমার মনে হয়, রান তাড়া করার সময় আমাদের ইনিংসের মাঝখানের ওভারগুলোই জয়ের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।’

ভারতের ইনিংসে মাঝখানের ওভারগুলোর সমস্যা কী ছিল, সেটাও স্পষ্ট করেন কোহলি, ‘ওই সময়ে আমরা যদি ২৫ থেকে ৩০ রানের একটা জুটি করতে পারতাম, তাহলে খুব ভালো হতো।’

তবে ম্যাচ না জিতলেও করোনাভাইরাস মহামারিতে বিধ্বস্ত ২০২০ সালে সীমিত ওভারের একটি সিরিজ জিতে শেষ করতে পারায় বেশ খুশি ভারতের অধিনায়ক।