‘রোহিতের আউটের কোনো অজুহাত হতে পারে না’

ভারতের প্রথম ইনিংসে উইকেট বিলিয়ে ফেরার সময় রোহিত শর্মাছবি: এএফপি

এমনিতেই টেস্ট দলে রোহিত শর্মার জায়গাটা ঠিক পাকা নয়। টেস্টের ওপেনার হিসেবে রোহিতকে নেওয়ার আগে এখনো লোকেশ রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়ালদের নাম চিন্তা করেন ভারতীয় নির্বাচকেরা।

তারপরও যদি নিয়মিত নিজের উইকেট বিলিয়ে আসেন, তাহলে কীভাবে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারবেন ‘হিটম্যান’?

চলতে থাকা ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনেও আজ একই ঘটনার সাক্ষী হয়েছেন দর্শকেরা। দুর্দান্ত শুরুর পর নিজের উইকেটটা একরকম বিলিয়ে দিয়ে এসেছেন রোহিত শর্মা।

৪৪ রানের একটা সুন্দর ইনিংস খেলার পর ইনিংসটাকে বড় করতে পারেননি, নাথান লায়নের এক নির্বিষ বলে মিড উইকেট মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্রেসিংরুমে।

দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যানের এভাবে উইকেট বিলিয়ে আসাটা মোটেও পছন্দ হয়নি ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের।

রোহিতকে সরাসরি দায়িত্বজ্ঞানহীন বলেছেন সাবেক এই ওপেনার। চ্যানেল সেভেনে নিজের মত প্রকাশ করতে গিয়ে বিরক্তি আটকে রাখেননি গাভাস্কার, ‘কেন? কেন? কেন? এই শট খেলার কী দরকার ছিল? এটা একটা অবিশ্বাস্য শট। দায়িত্বজ্ঞানহীন শট। লং অনে একজন ফিল্ডার আছে, ডিপ স্কয়ার লেগে একজন ফিল্ডার আছে, এই অবস্থায় এই শট খেলার মানে কী? দুটো বল আগেই একটা চার মেরেছে সে, এখনই আবার উচ্চাভিলাষী শট খেলার কি দরকার?’

সিনিয়র খেলোয়াড় হিসেবেই রোহিতের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল বলে মনে হচ্ছে গাভাস্কারের, ‘আপনি একজন সিনিয়র খেলোয়াড়। আপনাকে এসব মাথায় রাখতে হবে। এমন আউটের কোনো অজুহাতই হতে পারে না। অপ্রয়োজনীয়ভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে রোহিত। একদম অপ্রয়োজনীয়।’

রোহিতকে ফেরানোর উদযাপন সতীর্থদের সঙ্গে ভাগ করে নেন লায়ন
ছবি: এএফপি

জশ হ্যাজলউডের করা আগের ওভারেই সুন্দর একটা চার মেরেছিলেন, স্ট্রেট ড্রাইভে। কিন্তু পরের ওভারেই লায়নের বাতাসে ভাসানো একটা বল দেখে লোভ সামলাতে পারেননি। সামনে এগিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ উঠিয়েছেন।

লং অন থেকে দৌড়ে এসে মিড উইকেটে ক্যাচ ধরেছেন স্টার্ক। আউট হওয়ার পর রোহিতের চেহারা দেখেও মনে হয়েছে, তিনি নিজেও বিরক্ত আউট হওয়ার ধরনে!

প্রথম ইনিংসে ৩৬৯ করে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই শুবমান গিলের উইকেট হারিয়ে একটু ব্যাকফুটে চলে যায় ভারত।

প্যাট কামিন্সের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ৭ রান তোলেন এই ওপেনার। এরপর রোহিত আর পূজারার ব্যাটে ইনিংস মেরামতের কাজটা বেশ ভালোই হচ্ছিল। বিশেষ করে রোহিত বেশ দৃষ্টিনন্দন কয়েকটা শট খেলে ভারত সমর্থকদের আশা জাগাচ্ছিলেন।

বেড়ে ওঠা আশাকে গলাটিপে সেই রোহিত নিজেই মেরেছেন। নিজের শততম টেস্টে ৩৯৭তম উইকেট হিসেবে রোহিতকে বেছে নেওয়া লায়ন ভেঙেছেন ৪৯ রানের জুটি।

ভালোই খেলতে খেলতে উইকেট দিয়ে এসেছেন রোহিত
ছবি: এএফপি

দিন শেষে ভারতের রান ২ উইকেটে ৬২। উইকেটে ছিলেন চেতেশ্বর পূজারা (৪৯ বলে ৮) ও অধিনায়ক অজিঙ্কা রাহানে (১৯ বলে ২)।

ভারতের ইনিংসের ২৬তম ওভারের পর বৃষ্টি নামে ব্রিসবেনে। এরপর ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দিনের খেলা আর হয়নি। আগামীকাল নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই খেলা শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৯ (লাবুশেন ১০৮, পেইন ৫০, গ্রিন ৪৭, ওয়েড ৪৫, স্মিথ ৩৬; নটরাজন ৩/৭৮, ঠাকুর ৩/৯৪, সুন্দর ৩/৮৯)।

ভারত ১ম ইনিংস: ২৬ ওভারে ৬২/২ (রোহিত ৪৪, শুবমান ৭, পূজারা ৮*, রাহানে ২*; কামিন্স ১/২২, লায়ন ১/১০)