রোহিতের কাছে ওয়ানডে অধিনায়কত্বও হারাচ্ছেন কোহলি?
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে এ সংস্করণে ভারতের নেতৃত্ব ছাড়বেন। চাপ কমানোর জন্যই কোহলি এমন সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই বলেছেন সবাই। বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টিতে ভারত নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে রোহিত শর্মাকে। এখন ভারতীয় ক্রিকেটে জোর গুঞ্জন, কোহলির ওপর থেকে আরও চাপ কমাতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড!
কোহলির চাপ আরও কমানোর উপায় নিয়েও কথা হচ্ছে। ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাঁকে অব্যাহতি দিতে চান অনেকেই। কেউ কেউ আবার বলছেন, বিষয়টি চাপ কমানোর নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড আসলে সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়কের পক্ষে নয়। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের বছরই ওয়ানডে বিশ্বকাপ হবে। সাদা বলে রোহিতকে ভালো দুটি দল (টি-টোয়েন্টি ও ওয়ানডে) গড়ে তোলার জন্য বেশি সময় দিতে এখনই তাঁকে ওয়ানডের নেতৃত্বে চায় বিসিসিআইয়ের একটা অংশ।
ওয়ানডে ক্রিকেটে কোহলির নেতৃত্বের ভবিষ্যৎ আগামী সপ্তাহেই ঠিক হয়ে যাবে, এমনটাই আভাস দিয়েছে বিসিসিআই। আগামী সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করবে তারা। সেই সময়ই ওয়ানডের অধিনায়কত্ব নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘কয়েক দিনের মধ্যেই ভারতের দল ঘোষণা করা হবে।’
ভারতের দলের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা এ মাসেই। তবে প্রশ্ন হচ্ছে, আফ্রিকায় করোনার নতুন ধরন অমিক্রন ধরা পড়ার পরও দক্ষিণ আফ্রিকায় তারা যাবে কি না। এ বিষয়ে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা আমাদের দিক থেকে সবকিছু গুছিয়ে রাখব। এরপর সরকার কী বলে, তার জন্য অপেক্ষা করব। সরকার যদি আমাদের সফর বাতিল করতে বলে, তাহলে তা–ই করব। কিন্তু আমাদের দল নির্বাচনসহ সবকিছু গুছিয়ে রাখতে হবে।’
আগামী বছরই অস্ট্রেলিয়ায় আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ কারণে এ মুহূর্তে সব দলই টি-টোয়েন্টি ক্রিকেটের দিকেই বেশি নজর দিচ্ছে। ভারতের কথাই ধরা যাক। আগামী সাত মাসে তাদের মাত্র ৯টি ওয়ানডে খেলার কথা, যার ৩টি দক্ষিণ আফ্রিকা, ৩টি ইংল্যান্ড সফরে আর বাকি ৩টি নিজেদের মাঠে।
খুব বেশি ওয়ানডে নিকট ভবিষ্যতে নেই বলে এখন অধিনায়ক পরিবর্তন না–ও করতে পারে ভারত। বিসিসিআইয়ের একটা অংশ নাকি বলছে, আপাতত কোহলিই অধিনায়ক থাকুক ওয়ানডেতে।