র্যাঙ্কিংয়েও সর্বকালের সেরা ব্র্যাডম্যান-সোবার্স

সর্বকালের সেরা ব্যাটসম্যান কে?

প্রশ্নকর্তার দিকে চোখ বড় বড় করে তাকাতে পারেন উত্তরদাতা। মনে মনে ভাবতে পারেন এত সহজ প্রশ্ন করার মানে কী! ক্রিকেট ইতিহাসের একদম অমনোযোগী ছাত্রেরও তো উত্তরটা জানা। এরপর টেস্টে যার ব্যাটিং গড় ৯৯.৯৪, সেই স্যার ডন ব্র্যাডম্যানের নামটাই বলবেন উত্তরদাতা।

ব্র্যাডম্যানের সময়ে শুধু টেস্ট ক্রিকেটই ছিল। তবু চোখ বুঝেই স্যার ডনকে সর্বকালের সেরা ব্যাটসম্যান বলা যায় তাঁর অমর সব কীর্তির জন্যই। কিন্তু যদি প্রশ্ন করা হয় সর্বকালের সেরা বোলার কে? শতভাগ নিশ্চিত, নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যাবে না। প্রশ্নটাকে একটু সহজ করে দেওয়া যায়। জিজ্ঞেস করা যায় টেস্টের সর্বকালের সেরা কে, ওয়ানডের সর্বকালের সেরা কে ইত্যাদি। টেস্টে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের। তবে শ্রীলঙ্কান অফ স্পিনারকে কত জন সেরা মানবেন তা নিয়ে প্রশ্ন আছে। মুরালিকে তো তাঁর সময়ের সেরা স্পিনারই মনে করেন না অনেকে। একই সময়ে যে রাজত্ব করেছেন আরেক স্পিন জাদুকর শেন ওয়ার্নও। অলরাউন্ডারদের বেলাতেও একই কথা প্রযোজ্য। তবে টেস্টে হয়তো বেশিরভাগ ক্রিকেট ভক্তই ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকেই এগিয়ে রাখবেন।

সর্বকালের সেরা বের করতে কত রকমের তথ্য–উপাত্তই তো আছে। ব্র্যাডম্যানের ব্যাটিং গড়টাই যেমন তাঁকে অন্য সবার চেয়ে আলাদা করে দেয়। কিন্তু তথ্য–উপাত্তের অন্যসব সারি যে একেক জনকে সেরা বানিয়ে দেয়। তবু এসব তথ্য–উপাত্তকে উপজীব্য করেই কাজ সারতে হয়। এই তথ্য–উপাত্ত ব্যবহার করেই করা হয় র‍্যাঙ্কিং। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে কোন সংস্করণের কোন বিভাগে কে সেরা তা জানতে সবচেয়ে ভালো উপায় র‍্যাঙ্কিং। এই সময়ে যেমন টেস্টে ব্যাটসম্যানদের এক নম্বর জায়গাটা নিয়ে ইঁদুর দৌড় চলছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের বিরাট কোহলির। এঁরা দুজনই যে এ সময়ের সেরা দুই ব্যাটসম্যান তা নিয়ে খুব কম মানুষেরই সংশয় আছে।

ব্র্যাডম্যান–সোবার্সদের সময়ে র‍্যাঙ্কিং ছিল না। তবে আইসিসি বর্তমান পদ্ধতি অনুসরন করেই 'ঐতিহাসিক' এক র‍্যাঙ্কিং বের করেছে। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের কোন পর্যায়ে কে কোন সংস্করণের কোন বিভাগের সেরা ছিলেন তা বের করেছে।
সেই হিসেব থেকেই সর্বকালের সেরাদের আলাদা একটি র‍্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। এই র‍্যাঙ্কিং করা হয়েছে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট দিয়ে। যার সর্বোচ্চ রেটিং পয়েন্ট যত বেশি সে তত ওপরে স্থান পেয়েছেন। তিন সংস্করণের জন্য আলাদা আলাদা করেই র‍্যাঙ্কিং করা হয়েছে।

স্যার ডন তো টেস্টের বাইরে কিছু খেলেন নি, তাই তাঁকে পাওয়া গেছে শুধু টেস্টেই। আর সেখানে ব্যাটসম্যানদের বিভাগে সবার ওপরেই আছে ৫২ টেস্টে ৬৯৯৬ রান করা ব্র্যাডম্যান। অস্ট্রেলীয় কিংবদন্তির সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৬১। টেস্ট ক্যারিয়ারের শেষ বছর ১৯৪৮ সালের ৯ ফেব্রুয়ারি এই রেটিং পয়েন্ট পেয়েছিলেন ব্র্যাডম্যান। ওই বছরের আগস্টে শেষ ইনিংসে শূন্য পাওয়ার পরও তাঁর রেটিং পয়েন্ট ছিল ৯৫৪। ক্রিকেট ইতিহাসে স্যার ডন ছাড়া আর কারও রেটিং পয়েন্ট ৯৫০ ছোঁয়নি। কাছাকাছি গিয়েছিলেন শুধু এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৯৪৭ ছিল স্মিথের রেটিং পয়েন্ট।

টেস্টে সর্বকালের সেরা র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষ ২০–এ এখনো খেলছেন এমন খেলোয়াড় স্মিথ ছাড়া শুধুই বিরাট কোহলি (১১)। শীর্ষ ২০–এ সর্বোচ্চ ছয় জন খেলোয়াড় অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ চারজন করে আছেন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার। তবে দক্ষিণ আফ্রিকার কেউই শীর্ষ দশে নেই। এর বাইরে ইংল্যান্ডের তিনজন এবং ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার একজন করে আছেন শীর্ষ ২০–এ। নিকট অতীতের সেরা দুই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা নেই শীর্ষ ২০–এ।
র‍্যাঙ্কিং

ডন ব্র্যাডম্যান, টেস্টে ব্যাটসম্যানদের সেরা
ডন ব্র্যাডম্যান, টেস্টে ব্যাটসম্যানদের সেরা

টেস্টে সর্বকালের সেরা ব্যাটসম্যান (শীর্ষ ১০)
১. ডন ব্র্যাডম্যান, অস্ট্রেলিয়া, ৯৬১
২. স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া, ৯৪৭
৩. লেন হাটন, ইংল্যান্ড, ৯৪৫
৪. জ্যাক হবস, ইংল্যান্ড, ৯৪২
৫. রিকি পন্টিং, অস্ট্রেলিয়া, ৯৪২
৬. পিটার মে, ইংল্যান্ড, ৯৪১
৭. গ্যারি সোবার্স, উইন্ডিজ, ৯৩৮
৮. কুমার সাঙ্গাকার, শ্রীলঙ্কা, ৯৩৮
৯. ক্লাইড ওয়ালকট, উইন্ডিজ, ৯৩৮
১০. ভিভ রিচার্ডস, উইন্ডিজ, ৯৩৮

বোলিংয়ে সবার ওপরে সর্বকালের অন্যতম সেরা বোলার সিডনি বার্নস। ১৯০১ সালের ১৬ ডিসেম্বর ক্যারিয়ার সর্বোচ্চ ৯৩২ পয়েন্ট পেয়েছিলেন এই ইংলিশ বোলার। বোলিংয়ে সর্বকালের সেরা ২০–এ সবচেয়ে বেশি সদস্য ইংল্যান্ডের—৬ জন। এখনো খেলছেন এমন বোলার আছেন দুজন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (৫ম) ও ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১৯)।
র‍্যাঙ্কিং

সিডনি বার্নস, টেস্টে বোলারদের সেরা
সিডনি বার্নস, টেস্টে বোলারদের সেরা

টেস্টে সর্বকালের সেরা বোলার (শীর্ষ ১০)
১. সিডনি বার্নস, ইংল্যান্ড, ৯৩২
২. জর্জ লোহম্যান, ইংল্যান্ড, ৯৩১
৩. ইমরান খান, পাকিস্তান, ৯২২
৪. মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা, ৯২০
৫. প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া, ৯১৪
৬. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া, ৯১৪
৭. ভারনন ফিল্যান্ডার, দ. আফ্রিকা, ৯১২
৮. কার্টলি অ্যামব্রোস, ৯১২
৯. টনি লক, ইংল্যান্ড, ৯১২
১০. ইয়ান বোথাম, ইংল্যান্ড, ৯১১

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে গ্যারি সোর্বার্স। ১৯৬৭ সালের ৩ জানুয়ারি ৬৬৯ পয়েন্ট ছিল ক্যারিবীয় কিংবদন্তির। অলরাউন্ডারদের সর্বকালের শীর্ষ ২০–এ আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারানো সেই পারফরম্যান্সের পর সর্বোচ্চ ৪৮৯ পয়েন্ট ছিল সাকিবের। সেটি তাঁকে রেখেছে সর্বকালের ১২তম স্থানে। শীর্ষ ২০–এ সর্বোচ্চ পাঁচজন দক্ষিণ আফ্রিকার। এখনো খেলছেন এমন খেলোয়াড় সাকিব ছাড়া আরও তিনজন–ভারতের রবিচন্দ্রন অশ্বিন (১১) ও রবীন্দ্র জাদেজা (২০) এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (১৬)।

র‍্যাঙ্কিং

গ্যারি সোবার্স, টেস্টে অলরাউন্ডারদের সেরা
গ্যারি সোবার্স, টেস্টে অলরাউন্ডারদের সেরা

টেস্টে সর্বকালের সেরা অলরাউন্ডার (শীর্ষ ১০)
১. গ্যারি সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ, ৬৬৯
২. ইয়ান বোথাম, ইংল্যান্ড, ৬৪৫
৩. জ্যাক ক্যালিস, দ. আফ্রিকা, ৬১৫
৪. কিথ মিলার, অস্ট্রেলিয়া, ৫৭২
৫. রিচি বেনো, অস্ট্রেলিয়া, ৫৩২
৬. ইমরান খান, পাকিস্তান, ৫১৭
৭. টনি গ্রেগ, ইংল্যান্ড, ৫০৮
৮. অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড, ৫০১
৯. অবরে ফকনার, দ. আফ্রিকা, ৫০১
১০. ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ড, ৫০০

* পয়েন্ট সমান হলে ভগ্নাংশের ভিত্তিতে ক্রম সাজানো হয়েছে।