শন টেইট হতে চান বাংলাদেশের পেস বোলিং কোচ

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইটছবি: প্রথম আলো

কদিন আগেই বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ওটিস গিবসন। বিসিবির চাকরি ছেড়ে পিএসএলে মুলতান সুলতানের সহকারী কোচ ও ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক এই ক্যারিবীয়ান পেসার।

এদিকে গিবসনের স্থলাভিষিক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক অস্ট্রেলীয় ফাস্ট বোলার শন টেইট। এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করতে এসে তিনি এ কথা জানান।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শন টেইট বলছিলেন, ‘আমি অবশ্যই দায়িত্ব নিতে আগ্রহী। বিসিবির বিষয়টি নিয়ে ভাবার যথেষ্ট সময় আছে। আমার জন্য এটা দারুণ চাকরি হবে।’

আফগানিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে টেইটের। এবার সেটি বাংলাদেশের তরুণ পেসারদের উন্নতিতে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেছেন এই অস্ট্রেলিয়ান সাবেক ফাস্ট বোলার।

শন টেইট
ছবি: প্রথম আলো

নিজের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তরুণ পেসার শরীফুল ইসলামের উদাহরণ টেনে শন টেইট বলছিলেন, ‘বাংলাদেশে এখন অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আছে। ওরা ভবিষ্যতের তারকা হওয়ার দক্ষতা রাখে। শরীফুলের কথাই ধরুন, সে দারুণ একজন আগ্রাসী বাঁহাতি বোলার। আমাদের দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ বোলার হবে। এর মধ্যেই যতটুকু ক্রিকেট সে খেলেছে, তাতে শরীফুলের নিজের দায়িত্বটা বুঝতে সমস্যা হবে না। ওদের মতো তরুণদের সঙ্গে কাজ করার জন্য আমিও উন্মুখ।’

শরীফুল ছাড়াও চট্টগ্রাম দলে তরুণ পেসারদের মধ্যে আছেন রেজাউর রহমান, মুকিদুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু চট্টগ্রাম নয়, বিপিএলের প্রতিটি দলেই দু-তিনজন করে তরুণ পেসার আছেন, যা টেইটের কাছে উজ্জ্বল ভবিষ্যতেরই আভাস, ‘বাংলাদেশে ফাস্ট বোলিংয়ের গভীরতা ভালো। আগামী পাঁচ-ছয়-সাত বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য রোমাঞ্চকর সময় হতে যাচ্ছে।’