শনিবার থেকে আবার অনুশীলন, কোয়ারেন্টিনে তামিম

অনুশীলনে থাকবেন তামিম ইকবাল? প্রথম আলো ফাইল ছবি
অনুশীলনে থাকবেন তামিম ইকবাল? প্রথম আলো ফাইল ছবি
>আগামী শনিবার থেকে আবার শুরু হতে যাওয়া ব্যক্তিগত অনুশীলনে শুরু থেকেই তামিম ইকবালকে পাওয়া অনিশ্চিত।

ঈদের ছুটি শেষে আগামী ৮ আগস্ট শনিবার থেকে আবার ব্যক্তিগত অনুশীলনে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হবে অনুশীলন। আগামী শনিবার থেকেই অনুশীলনে যোগ সম্ভাবনা কম বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আগামী ১৪ আগস্ট পর্যন্ত যে স্বেচ্ছা কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে বাংলাদেশ ওপেনারকে। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন ক্রিকেট বোর্ড চেষ্টা করছে এর আগেই তামিমকে অনুশীলনে ফেরানোর।

কীভাবে আজ মুঠোফোনে সেটিরই ব্যাখ্যা দিলেন ডাক্তার দেবাশীষ চৌধুরী, ‘তামিম সরকারি নিয়ম অনুসারে কোয়ারেন্টিনে আছে। আমরা খোঁজ রাখছি। চেষ্টা করছি অনুশীলন শুরুর আগেই ওর করোনা টেস্ট করানোর। যদি পরীক্ষায় নেগেটিভ আসে তাহলে দেখি কী করতে পারি।’

পেটের ব্যথার চিকিৎসা করাতে গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম। লন্ডনের চিকিৎসক তামিমকে এখনো কোনো চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। পাঁচ থেকে ছয় দিন পর পরীক্ষার ফল জানা যাবে। তামিম তত দিন লন্ডনে অপেক্ষা করতে চাননি। তাই সেখান থেকে ফিরেছেন ঈদের দিন সকালে। এখন বিদেশ থেকে দেশে আসা সবারই দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক।

গত মার্চের পর থেকেই ক্রিকেট বন্ধ দেশে। ক্রিকেটাররা অনুশীলনেই ফিরেছেন গত মাসে। দলীয়ভাবে নয়, ব্যক্তিগতভাবেই অনুশীলন শুরু করেছেন তাঁর। দেবাশীষ চৌধুরী জানালেন সামনেও ওভাবেই অনুশীলন হবে, ‘আগামী শনিবার থেকে আবার অনুশীলন শুরু হবে। গত মাসে যেভাবে হয়েছিল সেভাবেই ব্যক্তিগত অনুশীলন হবে।’ তবে এবার ক্রিকেটারদের সংখ্যা বাড়ানোর ইঙ্গিতও দিয়ে রাখলেন বিসিবির প্রধান চিকিৎসক।

আগামী মাসের শেষের দিকে কিংবা পরের মাসে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা আছে। যেই সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা দুদলের।