শহিদুলের বাবার জন্য খেলেছেন মাহমুদউল্লাহ–মাশরাফিরা

মাহমুদউল্লাহ-মাশরাফির খুলনা জিতেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।ছবি: প্রথম আলো

গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগের দিন ১৩ ডিসেম্বর রাতে বাবাকে হারান জেমকন খুলনার পেসার শহিদুল ইসলাম। খবর পেয়ে ওই রাতেই হোটেল ছেড়ে নিজের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলে যান শহিদুল। বাবা হারানোর শোক সামলে দ্রুতই দলে ফিরেছেন, খেলেছেন আজকের ফাইনালে।

এখন চাইলেই দলে ফেরা যায় না। জৈব সুরক্ষাবলয়ে ফিরতে হলে যেতে হয় বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত শহিদুলকে নিয়েই আজ চট্টগ্রামের বিপক্ষে ফাইনাল খেলেছে খুলনা। দলের শিরোপা জয়ে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বিশেষ করে শেষ ওভারে ১৬ রান ভালোভাবে ‘ডিফেন্ড’ করেছেন শহিদুল। বাবা হারানোর মানসিক ধাক্কা কাটিয়ে ফেরা ২৫ বছর বয়সী পেসারকে বড় বাহবা দিচ্ছেন তাঁর সতীর্থরা।

ম্যাচ শেষে এভাবে হয়তো বাবাকেই স্মরণ করছিলেন শহিদুল ইসলাম।
ছবি: প্রথম আলো

ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘আমরা সবাই শহিদুলের বাবার জন্য খেলেছি। পাঁচ দিন আগে মারা গেছেন তিনি। আমাদের অধিনায়ক (মাহমুদউল্লাহ) বলেছে যে আমরা শহিদুলের জন্য খেলব। বাবা মারা যাওয়ার কারণে সে বাড়িতে গিয়েছিল এবং হোটেলে গত তিন দিন কোয়ারেন্টিনে ছিল। সে পরীক্ষায় নেগেটিভ হয়ে ম্যাচ খেলেছে। আমরা শুধু তার জন্য খেলেছি। আল্লাহকে ধন্যবাদ যে আমরা তাঁর জন্য জয় এনে দিতে পেরেছি।’

অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য বিশেষ ধন্যবাদ দিয়েছেন মাশরাফিকে, ‘ধন্যবাদ আমার দলকে। বিশেষ করে ম্যাশকে (মাশরাফি)। সে অনেক সাহায্য করেছে। তার অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। খুবই খুশি তাকে পেয়ে।’