শাস্ত্রী থাকতেও ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়?

ভারতের কোচ হচ্ছের দ্রাবিড়?ছবি: টুইটার

রাহুল দ্রাবিড় কোচ হচ্ছেন ভারতীয় দলের? সংবাদমাধ্যমের খবর তো এমনই। কিছুটা চমকে দেওয়ার মতো খবর বটে। কোচ হিসেবে সফল রবি শাস্ত্রীর জায়গায় কীভাবে তিনি এ দায়িত্ব নেবেন? ‘হিন্দুস্তান টাইমস’ জানাচ্ছে, করোনাকালের নিয়মকানুনের কারণেই ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে দেখার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের এ ইচ্ছাটা অনেক দিনেরই। ভারতের অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দলের কোচ হিসেবে দারুণ সফল রাহুল। তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। সে কারণে বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এখন সংক্ষিপ্ত সময়ের জন্য ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব বর্তাচ্ছে ‘দ্য ওয়াল’ রাহুলের কাঁধে।

রবি শাস্ত্রীও কোচ থাকবেন, রাহুল দ্রাবিড়ও কোচ হবেন, কীভাবে?
ছবি: এএফপি

কেন হঠাৎ করেই রাহুলের নাম আসছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে? কারণ ভারতের ইংল্যান্ড সফর। জুন-জুলাইয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকবে ভারতীয় ক্রিকেট দল। মূলত সেখানে টেস্ট খেলবে ভারত। এদিকে আগস্টে ভারতীয় দল শ্রীলঙ্কা সফর করবে সীমিত ওভারের সিরিজ খেলতে। করোনার এই সময় কোয়ারেন্টিন নিয়ে যে কড়াকড়ি, সে কারণেই ইংল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় দল পাঠানো সম্ভব নয়। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, শ্রীলঙ্কায় যে দলটি ভারত পাঠাবে, সেটি পুরোপুরি আলাদা। এই দলটিরই কোচ হয়ে শ্রীলঙ্কা যাবেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই তারকা।

ভারতের শ্রীলঙ্কা সফরে প্রধান কোচ রাহুল দ্রাবিড়?
ছবি: এএফপি

বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরাদের মতো ক্রিকেটাররা এই দলে থাকছেন না। রবি শাস্ত্রীর সঙ্গে অন্যান্য কোচিং স্টাফ যেমন বোলিং কোচ ভারত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠোররাও শ্রীলঙ্কা যাচ্ছেন না। দ্রাবিড় যদি কোচ হন, তাহলে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি থেকে পছন্দমতো সাপোর্ট স্টাফ বাছাই করে নেবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ‘নতুন চেহারার’ ভারতীয় দল।

ভারত যে এ মুহূর্তে একাধিক জাতীয় দল মাঠে নামাতে পারে, সেটি প্রমাণ হয়ে গেছে বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফরেই। সিরিজের প্রথম টেস্টে হেরেও ভারত অস্ট্রেলিয়াকে সিরিজে হারিয়ে এসেছে তাদের মাটিতেই। ব্রিসবেনের শেষ টেস্টে চোট-জর্জর ভারত মাঠে নামিয়েছিল পুরোপুরি নতুন চেহারার এক দল। কিন্তু এমন আনকোরা ক্রিকেটাররাই দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দেন ভারতীয় ক্রিকেটের পাইপলাইনটা অনেক সমৃদ্ধ।