শুক্রবারের ফাইনাল বৃষ্টি নিল রোববারে

আজ অনুশীলন করতে এসেছিল মাহমুদউল্লাহ একাদশ।ছবি: প্রথম আলো

সকাল থেকেই অবিরত বৃষ্টি মিরপুরে। বৃষ্টিবাধায় সকালে মাহমুদউল্লাহ একাদশ ঠিকঠাক অনুশীলনও করতে পারেনি। শুধু অনুশীলনই নয়, বৃষ্টির কারণে আগামীকাল বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালও পেছাচ্ছে। শুক্রবারের ফাইনালটি হবে রোববার।

তামিম একাদশকে হারিয়ে গতকাল ফাইনাল নিশ্চিত করেছে নাজমুল একাদশ। তামিমেরা হেরে যাওয়ায় বড় উপকার হয়েছে মাহমুদউল্লাহ একাদশের। তারাও চলে গেছে ফাইনালে। যে ফাইনাল নিয়ে সবার অপেক্ষা, সেটিই এখনো পেছাচ্ছে দুদিন। বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশের ফাইনাল নিয়ে যাওয়া হয়েছে রোববার। আগামী ৭২ ঘণ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফাইনাল শুরুর সময়টা লিগ পর্বের ম্যাচের মতো দেড়টায় থাকছে।

আমাদের সৌভাগ্য যে, আমরা ফাইনাল খেলছি। এক দিক দিয়ে ভালো লাগছে কারণ, অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি।
মাহমুদউল্লাহ

বৃহস্পতিবার তামিমদের নাটকীয়ভাবে হারিয়ে ফাইনালে ওঠা নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন বেশ রোমাঞ্চিত সিরিজের ফাইনাল নিয়ে, ‘অবশ্যই ভালো লাগছে এ রকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। এবং আমরা সবাই অনেক উপভোগ করেছি এই টুর্নামেন্টটা। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’
নাজমুলের আরও বড় সুসংবাদ, কাঁধে চোট পাওয়া মুশফিকুর রহিমের চোটটা গুরুতর নয়। আজ সকালে হোটেল সোনারগাঁয়ের জৈব সুরক্ষা বলয়ে তিনি সুইমিং করেছেন। ফাইনালটা আরও দুই দিন পিছিয়ে যাওয়ায় মুশফিক ও তাঁর দলের ভালোই উপকার হয়েছে। এতে তিনি আরও সেরে ওঠার সুযোগ পাবেন।

কাল তামিমদের হারিয়ে শুধু নিজেদেরই নয়, নাজমুল একাদশ ফাইনাল নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ একাদশেরও।
ছবি: প্রথম আলো

ফাইনালে উঠে খুশি মাহমুদউল্লাহও। শিরোপার লড়াইয়ে উঠতে ভাগ্যের সহায়তা পেলেও মাহমুদউল্লাহ একাদশের অধিনায়ক বললেন, দুর্দান্ত খেলে ফাইনাল জিততে উন্মুখ হয়ে আছেন তাঁরা, ‘কালকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমাদের সৌভাগ্য যে, আমরা ফাইনাল খেলছি। এক দিক দিয়ে ভালো লাগছে কারণ, অনেক দিন পরে আমরা একটা টুর্নামেন্ট খেলছি। যেহেতু করোনার কারণে ক্রিকেট বন্ধ ছিল। বিসিবির উদ্যোগে আমরা সবাই ভালো একটা টুর্নামেন্ট খেলছি এবং সেটার ফাইনালও খেলতে পারছি। দলের সবাই উন্মুখ হয়ে আছি যেন ফাইনালে ভালো খেলতে পারি।’