১০০ তোলাই কষ্ট হয়ে যাচ্ছে উইন্ডিজের

আজও উইকেটের দেখা পেয়েছেন সাকিবছবি: শামসুল হক

প্রথম ওয়ানডেতেও ফিল্ডিংয়ে নেমে বাংলাদেশকে শুভসূচনা এনে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বল ভেতরে ঢোকানোর চমক দেখিয়ে সুনীল আমব্রিসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন তিনি।

আজ দ্বিতীয় ওয়ানডেতেও ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে শুভসূচনা এনে দেন মোস্তাফিজ। এরপর যেন ফেরার মিছিল শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের! এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে ৭ উইকেটে ৭২ রান তুলেছে সফরকারি দল।

৫ থেকে ১৮—এই ১৩ ওভারের মধ্যে প্রথম ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার মেহেদী হাসান মিরাজ নিজের এক ওভারেই তুলে নেন অভিষিক্ত ক্যারিবীয় ওপেনার ওটলে ও জশুয়া দা সিলভাকে।

মিরাজের জোড়া আঘাতের ঠিক পরের ওভারে সাকিব আল হাসানও এসে দেখা পান উইকেটের। এরপর ১৮তম ওভারে অধিনায়ক জেসন মোহাম্মদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন কাইল মেয়ার্স। এরপর উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব।

আজ শুরু থেকেই লাইন-লেংথ বজায় রেখে বল করছিলেন মোস্তাফিজ। এখনো বল ভেতরে (ডানহাতিদের বিপক্ষে) ঢোকাতে দেখা যায়নি তাঁকে।

মোস্তাফিজকে একটু দেখেশুনেই খেলছিলেন দুই ক্যারিবীয় ওপেনার আমব্রিস ও অভিষিক্ত জর্ন ওটলে। পঞ্চম ওভারে মোস্তাফিজের একটু উঠে আসা বল ঠিকমতো খেলতে পারেননি আমব্রিস। বল তাঁর ব্যাটের ওপরের অংশে লেগে উঠে গিয়েছিল। ডাইভ দিয়ে ক্যাচ নিয়ে নেন মেহেদী হাসান মিরাজ।

উইকেট নেওয়ার পর সতীর্থদের সঙ্গে মোস্তাফিজ
ছবি: শামসুল হক

এরপর ধীরে ধীরে পতন শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন মাত্র দুজন।

পরে মিরাজই বল হাতে আঘাত হেনেছেন। স্টাম্পের বাইরে তাঁর ভালো লেংথের বল তুলে মারতে গিয়ে এক্সট্রা কাভারে তামিমকে ক্যাচ দেন ওটলে (২৪)।

ঠিক দুই বল পর আবারও আঘাত হানেন মিরাজ। ২২ বলে ৫ রানে ধুঁকতে থাকা জশুয়া দা সিলভাকে বোল্ড করেন এ স্পিনার। ১৪তম ওভারে মিরাজের এই জোড়া আঘাতে বেশ চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে ম্যাকার্থিকে বোল্ড করেন সাকিব।

পেসার হাসান মাহমুদও দেখা পেয়েছেন উইকেটের
ছবি: শামসুল হক

মিরাজের করা ১৮তম ওভারে স্কয়ার লেগে বল পাঠিয়ে এক রান চুরি করতে চেয়েছিলেন জেসন মোহাম্মদ। কিন্তু নাজমুল হোসেন শান্তর দারুণ ফিল্ডিংয়ে রান আউট হন নন স্ট্রাইকের মেয়ার্স।

২৪তম ওভারে সাকিবের আর্ম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন জেসন মোহাম্মদ। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি তিনি। পরের ওভারে এনক্রুমা বোনারকে বোল্ড করেন হাসান মাহমুদ।