শেরেবাংলায় শুরু ক্রিকেটের লড়াই

ম্যাচ শুরুর আগে দুই দলের দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন
বিসিবি সভাপতি উদ্বোধন করলেন করোনার বিরতির পর প্রথম প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের।
ছবি: প্রথম আলো

অবশেষে আনুষ্ঠানিকভাবে মাঠে ফিরল বাংলাদেশের ক্রিকেট। বিসিবি প্রেসিডেন্টস কাপ নাম দিয়ে ৫০ ওভারের ওয়ানডে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে কিছুক্ষণ আগে।

সব ধরনের আনুষ্ঠানিকতাই আজ ছিল মিরপুরে।
ছবি: শামসুল হক

‘মাহমুদউল্লাহ একাদশ’, ‘তামিম একাদশ’ ও ‘নাজমুল একাদশ’নামের তিনটি দল খেলছে এ টুর্নামেন্টে। আজ শুরুর দিনে মাঠে নিজেদের দল নিয়ে মুখোমুখি মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন। এটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও খেলাগুলোয় ঘরোয়া ক্রিকেটের ঝাঁজই থাকবে বলে আশা সকলের।

করোনায় মারা যাওয়া বিসিবির কর্মকর্তাদের স্মরণে এক মিনিট নীরবতা।
ছবি: প্রথম আলো

আজ টসে জিতে মাহমুদউল্লাহ একাদশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নাজমুল হোসেন। তবে ৩ ওভার যেতে না যেতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে গিয়েছিল খেলা। এই সময় ৩ ওভারে বিনা উইকেটে ১৭ রান তুলেছিল মাহমুদউল্লাহ একাদশ।

৪৫ মিনিট পর খেলা শুরুর পর দ্রুতই ৩ উইকেট হারিয়েছিল তারা। পরে অবশ্য মাহমুদউল্লাহ ও ইমরুল কায়েসের জুটি সেই বিপর্যয় সামাল দিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় মাহমুদউল্লাহ একাদশের সংগ্রহ ছিল ২৮ ওভারে ৪ উইকেটে ১২১।

নাজমুল হোসেন একাদশ টস জিতে বেছে নিয়েছে ফিল্ডিং।
ছবি: প্রথম আলো

লিটন তাসকিনের বলে বোল্ড হয়েছেন ১৩ রানে। মুমিনুল রানের খাতা না খুলেই বোল্ড আল আমিনের বলে। নাঈম হয়েছেন রান আউট (৭ রানে)। ইমরুল ৪১ রানে ফিরেছেন নাঈম হাসানের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে। মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ৩৫ রানে। তাঁর সঙ্গী এ মুহূর্তে নুরুল হাসান।

বেশিক্ষণ টিকতে পারেননি লিটন।
ছবি: প্রথম আলো

প্রেসিডেন্ট কাপের উদ্বোধনর করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এর পরপরই করেনাভাইরাসে আক্রান্ত হয়ে বিসিবির যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তাসকিন তুলে নিয়েছেন লিটনের উইকেট
ছবি: প্রথম আলো

দুই দলে যারা যারা খেলছেন

মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, রুবেল হোসেন, আমিনুল ইসলাম, এবাদত হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান

নাঈম হয়েছেন রান আউট
ছবি: প্রথম আলো

নাজমুল হোসেন একাদশ: নাজমুল হোসেন একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, রিশাদ হোসেন, আল আমিন হোসেন।

আজকের ম্যাচের দুই অধিনায়ক
ছবি: প্রথম আলো