শেষ ওভারের রোমাঞ্চে ধোনি–ডু প্লেসিদের হার

জয়ের পর চেন্নাইয়ের মঈন আলীর সঙ্গে হাত মেলাচ্ছেন দিল্লির হেটমায়ারছবি: আইপিএল

শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। ডোয়াইন ব্রাভোর হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান শিমরন হেটমায়ার।

প্রথম দুটি ডেলিভারি থেকে ওয়াইডসহ মোট ৪ রান তুলে নেন হেটমায়ার। ম্যাচে এরপর আর কিছুই থাকার কথা নয়। কিন্তু কে জানত নাটক জমে উঠবে! ব্রাভোর পরের বলে দিল্লির অক্ষর প্যাটেল কোনো রান নিতে পারেননি। তার পরের বলেই আবার আউটও হলেন!

চেন্নাইয়ের এখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন অনেকেই। কিন্তু তাদের সে স্বপ্ন মাটি করে দেন দিল্লির প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ব্যাটিংয়ে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই (শেষ ওভারের চতুর্থ বল) চার মেরে দিল্লি ক্যাপিটালসকে ২ বল হাতে রেখে ৩ উইকেটের জয় এনে দেন রাবাদা।

দিল্লির জয়ে বড় ভূমিকা রাখেন হেটমায়ার
ছবি: আইপিএল

দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে চেন্নাইয়ের ৫ উইকেটে ১৩৬ রান তাড়া করতে নেমে ম্যাচটা শেষ ওভারে টেনে নিয়ে জিতেছে দিল্লি। এ জয়ে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল দিল্লি। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চেন্নাই।

চেন্নাইয়ের ইনিংসে ৪৩ বলে সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত ছিলেন আম্বাতি রাইডু। ৫৯ রানের প্রথম তিন উইকেট পতনের পর নামা রাইডুর ইনিংসটি সাজানো ৫ চার ও ২ ছক্কায়। তিনি ছাড়া আর কেউ সেভাবে রান পাননি।

কোনো চার–ছক্কা ছাড়াই ২৭ বলে ১৮ রানের মন্থর ইনিংস খেলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১০ রান করে আউট হন চেন্নাই ওপেনার ফাফ ডু প্লেসি। দিল্লির হয়ে ১৮ রানে ২ উইকেট নেন স্পিনার অক্ষর প্যাটেল।

তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে ৫১ রান তুললেও পৃথ্বী শ (১২ বলে ১৮) ও শ্রেয়াস আইয়ারকে হারায় দিল্লি। ৩৫ বলে ৩৯ রান করেন দিল্লির ওপেনার শিখর ধাওয়ান। দিল্লির জয়ে শেষ দিকে বড় ভূমিকা রাখেন শিমরন হেটমায়ার। ১ ছক্কা ও ২ চারে ১৮ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন হেটমায়ার। চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।