শেষ রোমাঞ্চের অপেক্ষায় ব্রিসবেন

মাটি কামড়ে পড়ে আছেন চেতেশ্বর পূজারা।ছবি: এএফপি

শুবমান গিলের দুর্ভাগ্য। সেঞ্চুরিটা পেলেন না তিনি। অথচ, ব্রিসবেনের পঞ্চম দিনে কী দুর্দান্তই না খেলছিলেন এই ভারতীয় তরুণ তারকা!

৯১ রানে ফিরেছেন তিনি নাথান লায়নের বলে স্টিভ স্মিথের ক্যাচ হয়ে। অননুমেয় উইকেটে তাঁর ব্যাটিং দেখে মনে হয়েছে, তিনি যেন রঞ্জি ট্রফির কোনো ম্যাচ খেলছেন। এতটাই সাবলীল ছিল তাঁর খেলা। আর ৯টা রানের আক্ষেপটা যেন এরপর বড় প্রকটই হয়ে উঠছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪। ৭০ ওভার খেলা হয়ে গেছে। দিনের খেলা বাকি আরও ৩০ ওভার।

শুবমনের দুর্ভাগ্য, সেঞ্চুরি পাননি তিনি।
ছবি: এএফপি

শুবমান ফিরেছেন। কিন্তু থেকে গেছেন চেতেশ্বর পূজারা। মাটি কামড়েই পড়ে আছেন তিনি। প্রথমে শুবমানের সঙ্গী হয়ে, এরপর অজিঙ্কা রাহানে এবং এ মুহূর্তে ঋষভ পন্তকে নিয়ে তিনি অস্ট্রেলীয় বোলারদের তোপ সামলে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখার সময় ১৮৭ বল খেলে করেছেন ৪৪ রান। অস্ট্রেলীয় পেসাররা তাঁর শরীর লক্ষ্য করে বল ফেলেছে। গায়ে, হাতে তিনি আঘাত পেয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন। ব্যথায় কুঁকড়ে উঠেছেন, কিন্তু অবিচল তিনি লক্ষ্যে। এ ধরনের পরিস্থিতিতে পূজারারা যে কত গুরুত্বপূর্ণ যেকোনো দলের জন্য, সেটা খুব এখন প্রমাণিত।

অস্ট্রেলীয় বোলারদের আক্রমণ করছেন ঋষভ পন্ত।
ছবি: এএফপি

যত সময় গড়াচ্ছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কপালে হতাশার ছাপ বাড়ছে। ব্রিসবেন টেস্ট ও সিরিজ জিততে তাদের প্রয়োজন আর ৭ উইকেট। কিন্তু পূজারা একদিক সামলে যাচ্ছেন। অন্যদিকে পন্তের আক্রমণ—কাজটা ক্রমেই কঠিনই হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। এখন যে পরিস্থিতি, তাতে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া জিততেও পারে, যদি হঠাৎ করেই ভারতীয় ব্যাটসম্যানরা খুব বাজে ব্যাটিং করে বসেন। ভারত জেতার চেষ্টা করবে না? সেটাও কাগজে-কলমে সম্ভব। কিন্তু টেস্টের পঞ্চম দিনের উইকেট বিচারে ভারত সেই রোমাঞ্চকর চেষ্টাটা করে কি না, সেটি সময়ই বলে দেবে।