শ্রীলঙ্কা সিরিজে নিউজিল্যান্ড–ব্যর্থতা ভুলতে চান সৌম্য

বাংলাদেশের সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ছিল শুধুই হতাশার গল্প।ফাইল ছবি

সাদা বলে বাংলাদেশের সর্বশেষ সিরিজটা ছিল ভুলে যাওয়ার মতো। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের সব কটিতে হেরেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কাকে পাচ্ছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে ১৬ মে বাংলাদেশে আসবে দিমুথ করুনারত্নের দল।

শ্রীলঙ্কা সিরিজের জন্য এর মধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশের ২৩ সদস্যের প্রাথমিক দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সৌম্য সরকার, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেনরা আছেন এই দলে।

নিউজিল্যান্ড সফরে বোলিংয়ের মতো ব্যাটিংয়ে ব্যর্থতার গল্পই রচনা করেছে বাংলাদেশ।
ফাইল ছবি

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সৌম্য সরকার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, ‘নিউজিল্যান্ডে যা হয়েছে, তা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। সামনের দিকে চিন্তা করাটাই ভালো। সামনে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের যে ওয়ানডে সিরিজটা আছে, সবাই আগের ম্যাচগুলো ভুলে যেন নতুন করে ভালো পারফর্ম করে। আমাদের ঘরের মাঠের সিরিজটা ভালো হবে, এই আশা করছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দলে ফিরবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই গত এক মাস আইপিএল খেলতে ভারতে ছিলেন। সাকিব শ্রীলঙ্কায় টেস্ট দলের সঙ্গে যাননি আইপিএল খেলার জন্য। নিউজিল্যান্ড সফরেও ছিলেন না চোট ও পারিবারিক কারণে। টেস্ট দলে না থাকায় মোস্তাফিজও সুযোগ পেয়েছেন আইপিএল খেলার। দুজনকেই এবার শ্রীলঙ্কা সিরিজে দলে পাওয়ায় শক্তি বাড়বে বাংলাদেশ দলের।

নিউজিল্যান্ডে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।
ফাইল ছবি

সৌম্য বলছিলেন, ‘সাকিব ভাই খেললে সব সময় দুদিক পাওয়া যায়। এটা অবশ্যই দলের জন্য অনেক বড় একটা পাওয়া। আর মোস্তাফিজকে আমরা দেখছিলাম আইপিএলে অনেক ভালো বল করছে। এটা অবশ্যই দলের জন্য খুব ভালো হবে। তারা দুজন একসঙ্গে ফিরছে। আশা করব যে তারা দুজন সিরিজে ভালো করবে।’

বাংলাদেশ দুই দিন আগেই শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে ফিরল। দুই দলের ক্রিকেটারদেরই একে অপরের শক্তি-দুর্বলতা ভালো জানার কথা। সেদিক থেকে ওয়ানডে সিরিজটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা। সৌম্য বলছিলেন, ‘শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে অনেকেই অনেকক্ষণ ব্যাটিং করেছে বা বোলিং করেছে। এখানে যদি ওভাবে লাইন-লেংথ মেনে বোলিং করতে পারে বা ব্যাটিংয়ের সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে সিরিজটা অনেক ভালো হবে আমাদের জন্য।’