শ্রীলঙ্কার কোচের জয়ের স্বপ্ন সত্যি হবে কাল?

এখনো জয়ের স্বপ্ন দেখছেন আর্থার।ছবি: এএফপি

পাল্লেকেলে টেস্ট বোলারদের মুখভার করে তুলেছে। এমন এক উইকেট উপহার দেওয়া হয়েছে, যেখানে রানবন্যা না হলেও না চাইলে ব্যাটসম্যানকে আউট করা কঠিন। চার দিন শেষ হয়ে গেছে, এখনো দুই দলের প্রথম ইনিংস শেষ হয়নি। বাংলাদেশের চেয়ে এখনো ২৯ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। কিন্তু স্বাগতিক দলের কোচ মিকি আর্থার এখনো এ ম্যাচ থেকে কিছু পাওয়ার আশা করছেন। নিশ্চিত নিষ্প্রাণ ড্র-ই যে ম্যাচের ভাগ্য বলে মনে হচ্ছে, সে ম্যাচে এখনো জয়ের স্বপ্ন দেখছেন আর্থার।

শ্রীলঙ্কার কোচ আর্থার আজ বলেছেন, ‘আমরা অবশ্যই জয়ের কথা ভাবছি। আসলে এভাবেই আমরা আমাদের ক্রিকেটটা খেলতে চাই। ড্রেসিংরুমে এ রকম একটা সংস্কৃতি ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু সংখ্যা বাড়ানোর জন্য খেলতে চাই না।’ স্বাগতিক দল হিসেবে আগেই ড্র মেনে নেওয়া নেতিবাচক শোনায় বলেই হয়তো আশার কথা শোনাচ্ছেন আর্থার। এই টেস্টে কি আসলেই ড্র ছাড়া অন্য কোনো ফল পাওয়া সম্ভব?