সব মিলিয়ে সমতা, সর্বশেষ ৩টি সিরিজই বাংলাদেশের

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবালফাইল ছবি
ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৮ বার হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি জিতেছে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে (৫০)। ৫০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচবার সিরিজ জিতেছে বাংলাদেশ।
দেখে নিন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—

ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ৩টি সিরিজই জিতেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ১০টি সিরিজে এখন সমতা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৫টিতে, বাংলাদেশও ৫টিতে।

সিরিজ থেকে সিরিজে

৩০০ ছাড়ানো ইনিংসে ক্যারিবীয়দের আধিপত্য। সর্বোচ্চ ৫টি স্কোরের ৩টিই ওয়েস্ট ইন্ডিজের। তবে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় বাংলাদেশের। ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের ৩২১ পেরিয়ে জয় পেয়েছিল বাংলাদেশ।

দলীয় সর্বোচ্চ

ওয়ানডেতে দুবার সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথমবার ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে।

দলীয় সর্বনিম্ন

আরও পড়ুন