সবার সেরা হতে চাননি কোহলি

সাফল্যভাস্বর এক দশক কেটেছে বিরাট কোহলির।ফাইল ছবি: এএফপি

দশকটাই যেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। আইসিসির দশকসেরা পুরস্কারে কোহলি নামের ছড়াছড়ি সবখানে। কোহলিকে রেখে আইসিসি সাজিয়েছে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির দশকসেরা একাদশ। এবার দশকসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারটিও প্রত্যাশিতভাবে গেল কোহলির ঘরে। এই দশকের সেরা পুরুষ ক্রিকেটারও হলেন কোহলি। তিন সংস্করণের ক্রিকেটে এক দশক ধরে দাপট দেখানোর ফল পেলেন ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন।

এত বড় অর্জন নাকি কোহলির মানসিকতার ফসল। বিশ্বের অন্য ক্রিকেট তারকাদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কখনোই কোহলি খেলেন না। খেলেন নিজের দলের জন্য এবং নিজেকে ছাড়িয়ে যেতে। নিজের সঙ্গে প্রতিযোগিতা করেই আজ কোহলি জিতলেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় পুরস্কার।  

পুরস্কারটাকে গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখছেন কোহলি।
ফাইল ছবি: এএফপি

পুরস্কার জয়ের পর কোহলি বলেছেন, ‘আমি আমার সামর্থ্যের সবটা দিতে চাই দলের জন্য। এই মানসিকতা নিয়েই আমি খেলি। শুধু ব্যাটিং নয়, মাঠের বাইরে আপনি কীভাবে কাজ করেন, কীভাবে ফিটনেস নিয়ে, কীভাবে ফিল্ডিং নিয়ে, কীভাবে প্রতিদিন ধৈর্য ধরে কাজগুলো করে যান। নিজের প্রক্রিয়াটাই সাজানো থাকে কীভাবে নিজেকে নিজের সেরা সংস্করণে রূপান্তরিত করা যায়, নিজের দলকে কীভাবে সেরা সংস্করণে রূপান্তরিত করা যায়। সব সময় এটাই আমার মানসিকতা ছিল।’

কোহলি আরও যোগ করেন, ‘আমি কখনোই অন্যদের থেকে ভালো করতে চাইনি। আমি নিজের সেরা সংস্করণ হতে চেয়েছি। আমি খুশি, আমি গর্বিত এই পুরস্কার জিতে। জানি গত এক দশকে অনেক বড় মাপের ক্রিকেটার এসেছে। বাকিদের চেয়ে বড় ভাবছি না। এই পুরস্কারকে গত ১০ বছরের কঠোর পরিশ্রমের ফল হিসেবে দেখছি। আশা করি, ভবিষ্যতেও একই ধারা বজায় রাখব।’

আইসিসির দশকসেরা তিন দলেই আছেন কোহলি।
ফাইল ছবি: এএফপি

কোহলি ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার, যিনি ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের বেশি করেছেন এক দশকে। এই সময়ে ৩৯টি সেঞ্চুরি, ৪৮টি ফিফটি করেছেন গত ১০ বছরে, ওয়ানডেতে তাঁর গড় ঈর্ষণীয় (৬১.৮৩) ।

২০১১ বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দলে ছিলেন কোহলি। ২০১৭ ও ২০১৮ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারও নির্বাচিত হন কোহলি। এত অর্জনের ভিড়ে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়কেই হৃদয়ের সবচেয়ে কাছে রেখেছেন কোহলি, ‘২০১১ বিশ্বকাপ জয় অবশ্যই গত এক দশকের সবচেয়ে বড় মুহূর্ত। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়, অস্ট্রেলিয়ায় ২০১৮ সালে সিরিজ জয়—আরও অনেক বিশেষ অর্জন আছে ভারতীয় দলের জার্সিতে।’