সাকিব-মোস্তাফিজ দুজন দুই হোটেলে

আইপিএল কর্তৃপক্ষের বিশেষ ভাড়া করা বিমানে আজ দেশে ফিরেছেন মোস্তাফিজ ও সাকিব। সঙ্গে ছিলেন মোস্তাফিজের স্ত্রীও।ছবি: ফেসবুক

আজ বিকেলে ভাড়া করা বিমানে করে ভারত থেকে ঢাকায় পা রেখেছেন আইপিএল খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের সঙ্গে ফিরেছেন তাঁর স্ত্রী। ভারতের করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরেই সাকিব-মোস্তাফিজদের যেতে হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। দুজনকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সাকিব বেছে নিয়েছেন ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলকে। মোস্তাফিজ ও তাঁর স্ত্রী কোয়ারেন্টিনে থাকবেন সোনারগাঁও হোটেলে। বিমানবন্দর থেকে সরাসরি যাঁর যাঁর হোটেলে গিয়েছেন এই দুই ক্রিকেটার। সাকিব ও মোস্তাফিজ দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করে টুইট করেছে সাকিবের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স, ‘ধন্যবাদ সাকিব আল হাসান। জেনে খুশি হয়েছি তুমি আহমেদাবাদ থেকে সঙ্গী মোস্তাফিজুর রহমানকে নিয়ে ঢাকায় ভালোভাবে পৌঁছেছ। নিরাপদে থেকো, শিগগিরই দেখা হবে—ভালো থেকো।’

দেশে ফিরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে কলকাতা ও নিজের আইপিএল দল রাজস্থান রয়্যালসকে ধন্যবাদ দিয়েছেন মোস্তাফিজ, ‘আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদভাবে বাংলাদেশে ফিরেছি। রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সকে ধন্যবাদ এটি সম্ভব করার জন্য। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কেও ধন্যবাদ তাদের সহযোগিতার জন্য।’

এবারের আইপিএল ভালো কেটেছে মোস্তাফিজের।
ছবি: ফেসবুক

মোস্তাফিজ-সাকিব আইপিএলে জৈব সুরক্ষাবলয়েই ছিলেন। গত এক মাসে ২০–২২ বার করোনা পরীক্ষা করতে হয়েছে তাঁদের। বিমানে ওঠার আগেও তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। এখন দেশে ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হলে ২৩ মে শুরু দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যাবে তাঁদের জন্য।

মাঠের পারফরম্যান্সের দিক থেকে এবারের আইপিএলে সাকিবের চেয়ে মোস্তাফিজ ছিলেন বেশ উজ্জ্বল। সাকিব কলকাতার হয়ে তিনটি ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েছেন। তিন ইনিংসে ব্যাট করে মাত্র ৩৮ রান করেছেন সাকিব, হাত ঘুরিয়ে পেয়েছেন দুই উইকেট। মোস্তাফিজ অবশ্য রাজস্থান রয়্যালসের খেলা সব ম্যাচেই একাদশে ছিলেন। ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।